বেবি ফুটবল লিগে জয়ী নগেন রায় একাদশ–
1 min readবেবি ফুটবল লিগে জয়ী নগেন রায় একাদশ-
তপন চক্রবর্তী-(উত্তর দিনাজপুর)–উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার অভিনব উদ্দ্যেগে অনুর্ধ ১২ বছরের ফুটবল লীগের খেলা শুক্রবার শুরু হল। শুক্রবার প্রথম খেলায় নগেন রায় একাদশ ২–০ গোলে বিপ্লব ভৌমিক একাদশকে হারিয়ে জয়ী হয়।
খেলায় ম্যান অফ দি ম্যাচ হয় রাজেশ চড়ে।দ্বিতীয় খেলা প্রলয় সরকার একাদশ বনাম সুশান্ত ঘোষ একাদশের মধ্যে ড্র হয়।দ্বিতীয় খেলায় ম্যান অফ দি ম্যাচ হয় প্রতীক দাস।উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস জানান তাদের ক্রীড়া সংস্থার
প্রয়াত সাত জন সদস্যদের নামে একটি করে দল গঠন করা হয়েছে।যেমন প্রয়াত নগেন রায় একাদশ প্রয়াত বিপ্লব ভৌমিক একাদশ প্রয়াত নারায়ণ ঘোষ একাদশ,প্রয়াত অমল সরকার একাদশ,প্রয়াত সুশান্ত ঘোষ একাদশ,প্রয়াতা রেখা সরকার একাদশ এবং প্রয়াত প্রলয় সরকার একাদশ। মোট ২১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। কচি কাঁচাদের ফুটবল খেলার মধ্যে মনোনিবেশ করাই তাদের মূল লক্ষ্য বলে সুদীপ বিশ্বাস জানান।