October 24, 2024

উত্তর দিনাজপুর জেলা বই মেলা এবার রজত জয়ন্তী বর্ষে পা দেবে

1 min read

উত্তর দিনাজপুর জেলা বই মেলা এবার রজত জয়ন্তী বর্ষে পা দেবে

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--দীর্ঘ দিন বাদে উত্তর দিনাজপুর জেলা ২৫ তম বই মেলা এবার কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১লা মার্চ থেকে।চলবে আগামী ৭ই মার্চ পর্যন্ত।উত্তর দিনাজপুর জেলা বই মেলার এবার রজতজয়ন্তী বর্ষ।তাই এই বই মেলাকে এবার উত্তর বঙ্গের মধ্যে শ্রেষ্ঠ বই মেলায় পরিণত করতে বই মেলা কর্তৃপক্ষ সর্বদা চেষ্টা করে চলেছে।

আয়োজক স্থানীয় গ্রন্থগার কৃত্যক উত্তর দিনাজপুর এবং জনশিক্ষা প্রসার ও গ্রন্থগার পরিষেবা বিভাগের তত্বাবধানে এই মেলার উদ্বোধন হতে যাচ্ছে আগামী ১লা মার্চ ।বই মেলাকে কেন্দ্র করে একটি বর্নাঢ্য শোভা যাত্রা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে মূল উদ্বোধনী মঞ্চে ফিরে আসবে।সদস্যা এল এল এ ও যুগ্ম সম্পাদক বই মেলা কমিটি কেয়া চৌধরী জানান যেহেতু আগামী ৩ রা মার্চ রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জে প্রশাসনিক করতে আসছেন তাই একটু সময়ের জন্য তিনি বই মেলায় হয়তো এলেও আসতে পারেন।বই মেলার প্রস্তুতি নিয়ে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা তথা বই মেলা কমিটির যুগ্ম সম্পাদক কার্তিক পাল বলেন বই মেলাকে সাফল্যমন্ডিত করতে মোট ১১ টি সাব কমিটি গঠন জরে হয়েছে।সেই সব কমিটির দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিগণ সমস্ত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন।দিবারাত্রি তারা পরিশ্রম করে চলেছেন।জানা যায় এবারের বই মেলায় মোট১০১টি স্টল বসছে।কলকাতার নামিদামি পুস্তক প্রকাশকেরা আসছে বলে জানা যায়।বই মেলাকে কেন্দ্র করে প্রতিদিন থাকছে সঙ্গীত,নৃত্য,লোকনৃত্য,আবৃত্তি, কুইজ।প্রতিদিন থাকছে নাটক,বিভিন্ন বিষয়ের ওপর সেমিনার,লোকসংস্কৃতি দিবস,মুখোশ নৃত্য ও কবি সম্মেলনের আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *