December 22, 2024

কালিয়াগঞ্জে বই মেলার উদ্বোধনে আসছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু

1 min read

কালিয়াগঞ্জে বই মেলার উদ্বোধনে আসছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর—আগামী ১লা মার্চ থেকে ৭ই মার্চ পর্যন্ত উত্তর দিনাজপুর জেলা বই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে।বই মেলার উদ্বোধন করবেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

শনিবার কালিয়াগঞ্জ পৌর সভার মিটিং হলে বই মেলার দ্বিতীয় সভায় এই কথা জানান কালিয়াগঞ্জের পৌর পিতা কার্তিক চন্দ্র পাল।তিনি বলেন বই মেলাকে আকর্ষণীয় করে তুলতে একটি মেলারও আয়োজন করা হবে।উত্তর দিনাজপুর জেলা গ্রন্থাগারিক দেবব্রত কুমার দাস বলেন কালিয়াগঞ্জের জেলা বই মেলাকে আকর্ষণীয় করে তুলতে কলকাতার বেশ কয়েকটি নামকরা প্রকাশকের সাথে

বাংলাদেশের প্রকাশককে আনার দাবি রকম চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।তিনি বলেন কালিয়াগঞ্জ সুস্থ সংস্কৃতির শহর হিসাবে পরিচিত।এই মেলায় বই বিক্রির পরিমান জেলার অন্য শহর থেকে অনেক বেশির নজির পূর্বের বই মেলার রেকর্ড থেকে পাওয়া যায়।কালিয়াগঞ্জ।পৌরসভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল বলেন রবিবার পুনরায় পৌর সভার মিটিং হলে আসন্ন জেলা বই মেলাকে কেন্দ্র

করে বই মেলা কমিটি থেকে আনুষঙ্গিক।সমস্ত বিষয়ে আলোচনা করে সর্বসন্মতিকর্মে সমস্ত বিষয়ের উপর সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। বই মেলার দ্বিতীয় সভায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর অসীম কুমার ঘোষ,পৌর সভার নির্বাহী

 

আধিকারিক আশুতোষ বিশ্বাস,উপ-পৌর পিতা বসন্ত রায়,অধ্যাপক সৌরেন বন্দোপাধ্যায়, সমাজসেবী নিতাই বৈশ্য,চন্দন চক্রবর্তী, বিভূ ভূষণ সাহা,প্রদীপ কুন্ডু,কমল ঘোষ,বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাগন,সুদীপ ভট্টাচার্য,ঈশ্বর রজক, বিশিষ্ট সমাজসেবী স্বপন সরকার সহ বিভিন্নকালিয়াগঞ্জের বিশিষ্ট চিকিৎসকগন ছাড়াও বিশিষ্ট ব্যক্তিগণ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *