তিন জেলার যৌথ ভাওয়াইয়া ও চটকা প্রতিযোগিতায় রায়গঞ্জের পঞ্চানন বর্মা সংস্কৃতি চর্চা কেন্দ্রের ছাত্রী অনিন্দিতা রায়ের বড় সাফল্য-
1 min readতিন জেলার যৌথ ভাওয়াইয়া ও চটকা প্রতিযোগিতায় রায়গঞ্জের পঞ্চানন বর্মা সংস্কৃতি চর্চা কেন্দ্রের ছাত্রী অনিন্দিতা রায়ের বড় সাফল্য-
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)– রায়গঞ্জে অনুষ্ঠিত ৩১ তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা ২০২০ উত্তর দিনাজপুর,দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার যৌথ ভাওয়াইয়া ও চটকা প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর জেলার জয়জয়কার।জানা যায় রায়গঞ্জ পঞ্চানন বর্মা সংস্কৃতি চর্চা কেন্দ্রের ছাত্রী অনিন্দিতা রায় ভাওয়াইয়া সংগীতে প্রথম স্থান ও চটকা সংগীতে দ্বিতীয় স্থান দখল করে।রায়গঞ্জ পঞ্চানন বর্মা
সংস্কৃতি চর্চা কেন্দ্রের কর্নধার শ্যামা পদ রায় জানান তাদের সংস্থার ছাত্রী অনিন্দিতা রায় অসাধারন সাফল্য পাওয়ায় তিনি অত্যন্ত গর্বিত।শ্যামা পদ রায় অনিন্দিতা রায়কে তার সাফল্যের জন্য অভিনন্দন জানান।ভাওয়াইয়া সংগীত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় রায়গঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে।
অনুষ্ঠানে তিন জেলার ৭০জন প্রতিযোগী ছিলেন।গত শুক্রবার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী পূর্ণেন্দু দে।উপস্থিত ছিলেন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিতা টুডু,সহ-সভাপতি মানস ঘোষ এবং রায়গঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক। জানা যায় আগামী ২৯ শে ফেব্রুয়ারী থেকে ৩রা মার্চ পর্যন্ত কোচবিহারের বানেশ্বরে রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।