October 23, 2024

বিশাখাপত্বনমে জাতীয় ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপে উত্তর দিনাজপুরের বিরাট সাফল্য-

1 min read

বিশাখাপত্বনমে জাতীয় ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপে উত্তর দিনাজপুরের বিরাট সাফল্য-

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--গত ৭ই ফেব্রুয়ারী থেকে ৯ইফেব্রুয়ারী বিশাখা পত্তনমের স্বর্ণ ভারতী ইন্ডোর স্টেডিয়ামে নিজি সতকন ওপেন

জাতীয় ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এই প্ৰর্তিযোগীতায় পশ্চিম বঙ্গ থেকে ১৭ জনের দলের মধ্যে উত্তর দিনাজপুর জেলার ৫ জন ক্যারাটে প্রতিযোগী অংশগ্রহন করে।বিভিন্ন বিভাগে এই প্ৰর্তিযোগীতা অনুষ্ঠিত হয়। উত্তর দিনাজপুর

জেলার রায়গঞ্জের ৫জন প্ৰর্তিযোগী মোট ৬টি সোনা,তিনটি সিলভার এবং ৩টি ব্রোঞ্জ পদক পায়।জানা যায় তৃষ্ণা রায়(৬)-১টি সোনা,১টি রূপা ও ১টি ব্রোঞ্জ,তনিমা দাস(৮)–১টি সোনা ও ১ টি ব্রোঞ্জ,সৌরভ রায়(১১)–২ টি সোনা,সায়ন্তী ঘোষ(১২)–১ টি রুপা ও ১ টি

ব্রোঞ্জ এবং মামন রায়(২৬)-২ টি সোনা ও ১ টি রৌপ্য পদক পেয়ে জাতীয় স্তরে পশ্চিমবঙ্গ তৃতীয় স্থানের আধিকারি হয়।জাতীয় স্তরে প্রথম স্থান দখল করে অন্ধ্র প্রদেশ,দ্বিতীয় স্থান দখল করে তেলেঙ্গনা। স্পোর্টস ক্যারাটে একাডেমির প্রশিক্ষক শিবু কর্মকার বলেন

রায়গঞ্জে বর্তমানে করোনেশন বিদ্যালয় এবং বিদ্যাচক্র বিদ্যালয়ে ক্যারাটের প্রশিক্ষণ দেওয়া হয়।আগামী রবিবার এই পাঁচজনকে সম্বর্ধনা দেওয়া হবে।তিনি বলেন রায়গঞ্জ টাউন ক্লাব তাদের বিভিন্ন ভাবে উৎসাহ সহ বিভিন্ন ধরনের সহযোগিতা সবসময় করে থাকে।রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ বলেন আমরা উত্তর দিনাজপুর জেলার মানুষ আমাদের এই সমস্ত খেলোয়াড়দের জন্য গর্ববোধ করি।এদের ক্যারাটের উন্নতিতে রায়গঞ্জ টাউন ক্লাব সব সময় পাশে আছে ও ভবিষ্যতেও থাকবে।তিনি বিজয়ীদের অভিনন্দন জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *