নো এনআরসি নো সিএ এ এই শ্লোগান বলে অবস্থান বিক্ষোভে সামিল হলেন কালিয়াগঞ্জ এর বিধায়ক তপন দেব সিংহ থেকে পৌরপতি কার্তিক চন্দ্র পাল
1 min readনো এনআরসি নো সিএ এ এই শ্লোগান বলে অবস্থান বিক্ষোভে সামিল হলেন কালিয়াগঞ্জ এর বিধায়ক তপন দেব সিংহ থেকে পৌরপতি কার্তিক চন্দ্র পাল
তন্ময় চক্রবর্তী একদিকে যখন লোকসভায় সাধারণ বাজেট পেশ করল দেশের অর্থমন্ত্রী। ঠিক তখন এই সেই লোকসভায় পাস হওয়া এনআরসি, এন পি আর ও সি এ এ এর বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে নামল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর তৃণমূল কংগ্রেস।
যে বিক্ষোভ সমাবেশে দেখা যায় স্থানীয় বিধায়ক তপন দেব সিংহ থেকে কালিয়াগঞ্জ এর পৌরপতি কার্তিক চন্দ্র পাল কে সকলের সঙ্গে বসে একসাথে স্লোগান দিতে।
শুধু তাই নয় তাদের যোগ্য সঙ্গ দেন জেলা পরিষদের কমেন্ট অসীম ঘোষ, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার সহ কালিয়াগঞ্জ এর শহর ও ব্লক তৃণমূল কর্মীরা।আজ তাদের সকল কেই দেখা গেল কালিয়াগঞ্জ থানার সামনে অবস্থান
বিক্ষোভে সামিল হয়ে কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী এনআরসি, সি এ এ এবং এনপিআর এর বিরুদ্ধে স্লোগান দিতে। এদিন স্লোগানের পাশাপাশি তারা মাঝে মাঝে বক্তব্য রাখেন। দুপুর দুইটা থেকে তাদের এই কর্মসূচি চলে বিকেল চারটা অব্দি। তৃণমূল কংগ্রেসের এই অবস্থান-বিক্ষোভ কে কেন্দ্র করে সাধারণ কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।