কালিয়াগঞ্জে যাত্রিক নাট্য উৎসব-
1 min readকালিয়াগঞ্জে যাত্রিক নাট্য উৎসব
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর-গত ২৫শে জানুয়ারী উত্তর দিনাজপুরের নাটকের শহর কালিয়াগঞ্জের নজমু নাট্য নিকেতনে যাত্রিক নাট্য গোষ্ঠী আয়োজিত সাত দিনের “যাত্রিক নাট্য উৎসবের” সূচনা হয়।নাট্য উৎসবের উদ্বোধন করেন ডঃ নুরুল মুর্তাজা।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ,কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল এবং উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ।নাট্য উৎসবের প্রথম দিন
২৫শে জানুয়ারী মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ নাট্যম বলাকার প্রযোজনায় ও সৌমিত্র বসুর নির্দেশনায় মঞ্চস্থ হয় “মন”।ঐ দিন রায়গঞ্জ তরুণ নাট্য সমাজের প্রযোজনায় ও তিমির বরণ রায়ের নির্দেশনায় মঞ্চস্থ হয় “ঝরা কুসুম’ নাটকটি।২৬শে জানুয়ারী ইন সাইড আউট পূর্ব বর্ধমানের প্রযোজনায় ও সৌম্য দেবের নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক “পঞ্চ লাইট’।নাট্য উৎসবের তৃতীয় দিন ২৭শে জানুয়ারী
কালিয়াগঞ্জ শ্রীরামকৃষ্ণ বাণীতীর্থের প্রযোজনায় ও স্বাগতা গুপ্ত ও প্রদীপ কুন্ডুর নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক “স্মার্ট মানব”।যা এক কথায় অসাধারন বলা যায়।ঐ দিন সৈকত দেবের নির্দেশনায় এবং ত্রিপুরার নির্ঘোষ নিক্কন ড্রামাট্রপের প্রযোজনায় নাটক মঞ্চস্থ হয়”কালা অধ্যায়’।ত্রিপুরার কালা অধ্যায় নাটকটি দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে।নাটকের টিম ওয়ার্ক ছিল যথেষ্টই মজবুত।
নাট্য উৎসবের চতুর্থ দিন ২৮শে জানুয়ারী কলকাতার অনিক নাট্য গোষ্ঠীর প্রযোজনায় নাটক চন্দন সেন ও অরূপ রায়ের নির্দেশনায় মঞ্চস্থ হয় ” দিরানদেল্লা ও পাপটিয়া”।পরের দিন ২৯শে জানুয়ারী হালিশহর বীজপুর চতুর্থ সূত্রের প্রযোজনায় ও সান্তনু মজুমদারের নির্দেশনায় মঞ্চস্থ হয় “সাইক্লোন”।
৩০শে জানুয়ারী কলকাতার নয়ে নাটুয়ার প্রযোজনায় এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদারের নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক “কাব্য গানে।যা নাট্য প্রেমীদের অনেক দিন মনে থাকবে।যাত্রিক নাট্য উৎসবের শেষ দিন ৩১ শে জানুয়ারী মঞ্চস্থ হয় শিলিগুড়ির ঋত্বিক নাট্য সংস্থার প্রযোজনায় এবং কুশল বোসের নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক “অন্তরিত”।যাত্রিক নাট্য গোষ্ঠীর নাট্য উৎসবের পক্ষ থেকে সমাজের বিশিষ্ট গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয়।যাত্রিক নাট্য উৎসবের কর্নধার ও নাট্য ব্যক্তিত্ব নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী(গোড়া)বলেন তাদের সাত দিনের যাত্রিক নাট্য উৎসবকে সব দিক দিয়ে সফলতার শীর্ষে পৌঁছানোর ক্ষেত্রে সাধারণ মানুষ ও নাট্য প্রেমীদের সহযোগিতার জন্য তিনি সবাইকে অভিনন্দন জানান।