December 22, 2024

কালিয়াগঞ্জ রুদ্রবিনা ক্লাবের খুদে ক্যারাটের সদস্যরা আপ গ্রেডেশন পেলো–

1 min read

কালিয়াগঞ্জ রুদ্রবিনা ক্লাবের খুদে ক্যারাটের সদস্যরা আপ গ্রেডেশন পেলো–

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার কলেজপাড়া রুদ্রবীনা ক্লাবের ১৯জন খুদে ক্যারাটের সদস্যরা ক্যারাটের প্রশিক্ষনের পর ১৯জন বেল্ট আপ গ্রেডেশন পেলো।

১৯ জনের মধ্যে ৯জন হোয়াইট থেকে ইয়েলো বেল্ট এবং ১০জন ইয়েলো বেল্ট থেকে অরেঞ্জ বেল্ট পেলো।আপগ্রেড বেল্ট প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

 

রুদ্রবীনা ক্লাবের ক্যারাটের প্রশিক্ষক বিমল লোহার,রুদ্র বীনা ক্লাবের সম্পাদক তরুণ গুহ,সত্কান ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়ার কর্নধার শঙ্কর কুমার মন্ডল।

শঙ্কর মন্ডল বলেন রুদ্রবীনা ক্লাবের খুদে ক্যারাটের প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ উজ্বল বলেই তার মনে হয়।এরা এই ভাবে প্রশিক্ষণনিতে থাকলে ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছাবে ব

লেই তার দৃঢ় বিশ্বাস।ক্লাব সম্পাদক তরুণ গুহ বলেন তাদের ক্লাব চেষ্টা করে যাচ্ছে এই ক্লাবের প্রশিক্ষনের মাধ্যমে কালিয়াগঞ্জের ছেলেমেয়েরা উজ্বল ভবিষৎ গড়ে তুলে কালিয়াগঞ্জের সুনাম দিকে দিকে ছড়িয়ে দিক।এটাই আমাদের লক্ষ ও স্বপ্ন।

6 thoughts on “কালিয়াগঞ্জ রুদ্রবিনা ক্লাবের খুদে ক্যারাটের সদস্যরা আপ গ্রেডেশন পেলো–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *