পযারের চড়ুইভাতিতে সাহিত্য সঙ্গীতের আড্ডা –
1 min readপযারের চড়ুইভাতিতে সাহিত্য সঙ্গীতের আড্ডা
জয়ন্ত আচার্য শীতের আমেজ গায়ে মাখিয়ে চড়ুইভাতির আনন্দে মাতলো গঙ্গারামপুরের পয়ার সাহিত্য পত্রিকাগোষ্ঠী। তপন থানার চকবলিরাম এ অনুষ্ঠিত এই চড়ুইভাতিতে উপস্থিত ছিলেন অধ্যাপক অভিজিৎ সরকার, কবি সুবোধ দে, ড.অনিরুদ্ধ গুহ, শিক্ষক দিব্যেন্দু সরকার,শিক্ষক জয়ন্ত আচার্য, শিক্ষক মৃণাল কর্মকার, কবি অম্বিকা ভান্ডাড়ী, কবি সিদন মুর্মু সহ আরো অনেকে।
প্রকৃতির অকৃপণ সমাহারের মাঝে প্রথমে বসে সাহিত্য পাঠের আসর। উপস্থিত সমস্ত কবি লেখক তাঁদের স্বরচিত সৃষ্টি পাঠ করেন উপস্থিত শ্রোতাদের সামনে । দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান । সংগীত পরিবেশন করে শিশু শিল্পী কমলিকা গুহ, জিয়া আচার্য । এছাড়াও সংগীতে ছিলেন শিব নারায়ণ চক্রবর্তী, ডলি গুহ ভট্টাচার্য এবং দিব্যেন্দু সরকার । আবৃত্তি পরিবেশন করেন রাজু হালদার, বেলী মার্ডি এবং প্রদীপ গড়াই। সমবেত নৃত্যে অংশগ্রহণ করেন পয়ার পরিবারের সবাই । উপস্থিত সকলে এর পর চকবলিরাম গ্রাম ঘুরে ঐতিহাসিক নিদর্শনগুলি দেখেন। দুপুরের খাবার খেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।