ইটাহারে শ্রীপুর ও চালুনিয়া গ্রামে বাড়ি বাড়ি প্রচার করল বিজেপি সি এ এ নিয়ে।
1 min readইটাহারে শ্রীপুর ও চালুনিয়া গ্রামে বাড়ি বাড়ি প্রচার করল বিজেপি সি এ এ নিয়ে।
বর্তমানে কথা ইটাহার নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আজ ইটাহারের শ্রীপুর ও চালুনিয়া গ্রামে বাড়ি বাড়ি প্রচার করলেন বিজেপি নেতা প্রাণ কুমার রায়, ম ও 25 no মন্ডল এর মহিলা মোর্চার সভাপতি মাননীয়া আরতি বসাক সহ অন্যান্য নেতৃত্বগণ।
প্রাণ কুমার রায় বলেন যে এই আইন নাগরিক দেওয়ার আইন কেড়ে নেওয়ার নয়.. কিছু কিছু রাজনৈতিক দল এর অপপ্রচার চালাচ্ছে নিজেদের ভোটে ব্যাংকের জন্য .