কলকাতায় প্রকাশিত হল কল্লোল চক্রবর্তী ও সৈকত ভট্টাচার্যের সম্পাদনায়”উত্তমকুমার ও স্বর্ণযুগ পত্রিকা
1 min readকলকাতায় প্রকাশিত হল কল্লোল চক্রবর্তী ও সৈকত ভট্টাচার্যের সম্পাদনায়”উত্তমকুমার ও স্বর্ণযুগ পত্রিকা
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-(উত্তর দিনাজপুর)--সম্প্রতি কলকাতার কলেজ স্ট্রিটের পাতাবাহার আউটলেটে কল্লোল চক্রবর্তী ও সৈকত ভট্টাচার্য সম্পাদিত বাঙালীর চলচিত্রের গৌরবোজ্বল ইতিহাসের নিরন্তর চর্চায় নিয়োজিত সাধারণ মানুষদের একটি অসাধারন প্রয়াস “উত্তমকুমার ও স্বর্ণযুগ” দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ হল।”উত্তমকুমার ও স্বর্ণযুগ” পত্রিকার উদ্বোধক ছিলেন কলকাতার মহারাজা মনীন্দ্র চন্দ্র কলেজের বাংলা বিভাগের প্রাক্তন প্রধান তথা মহা নায়কের সহ-শিল্পী ডঃ শংকর ঘোষ।
পত্রিকা প্রকাশের অনুষ্ঠানে মূল বক্তা ডঃ শংকর ঘোষ বলেন কল্লোল চক্রবর্তী এবং সৈকত ভট্টাচার্য যে একটি দুঃসাহসিক পদক্ষেপ নিয়েছে এমন একজন অভিনেতা উত্তমকুমার ও স্বর্ণযুগ পত্রিকার প্রথম বার্ষিক সংখ্যায় মহানায়ক উত্তম কুমার সম্পর্কে অনেক অজানা তথ্য পাঠককুল এই পত্রিকা থেকে পাবে এটা আমার দৃঢ় বিশ্বাস।১২১ পৃষ্ঠার এই গ্রন্থে যাদের লিখায় মহানায়কের অভিনয়ের নানান অজানা তথ্য পাঠক কুলকে সমৃদ্ধ করেছে সেই লেখকদের মধ্যে স্থান পেয়েছে কল্লোল চক্রবর্তী,ডঃ শঙ্কর ঘোষ,দিব্যেন্দু দে, রামেশ্বর চট্টোপাধ্যায়, সাগ্নিক মুখোপাধ্যায়,গার্গী লাহিড়ী,মৌমিতা রায়চৌধুরী, কুনাল ঘোষ,সঞ্জীব কুমার জানা,সৈকত ভট্টাচার্য, ডঃ বুদ্ধদেব বন্দোপাধ্যায়,সাধনা ব্যানার্জী,চন্দন কুমার চট্টোপাধ্যায়
, বিশ্বনাথ বিশ্বাস,কুশল সেন,অরিজিৎ ভট্টাচার্য্য, সন্ধ্যা ভট্টাচার্য,পরি তোষ মাহাতো,জ্যোতিরিন্দ্র চক্রবর্তী,শুভম মিত্র এবং পরমানন্দ চৌধরী।প্রচ্ছদ নির্মাণে অস্থির কবি। উত্তমকুমার ও স্বর্ণযুগ পত্রিকায় মহানায়কের সাথে চলচিত্রের স্বর্ণযুগের কিংবদন্তি অভিনেতা অভিনেত্রীদের নানান দুষ্প্রাপ্য ছবি যে সুন্দর ভাবে প্রকাশ করা হয়েছে তা প্ৰকৃতঅর্থেই একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে পাঠক সমাজের কাছে।ছোট্ট পরিসরের মধ্যেও সুন্দর একটি পত্রিকার প্রকাশ যার মূল্য দিয়ে মূল্যায়ন করা সম্ভব নয়।পত্রিকাটির বিনিময় মূল্য মাত্র দুইশ টাকা।পরিশেষে বলা যায় উত্তমকুমার ও স্বর্ণযুগ পত্রিকাটি সবার হৃদয়ে যে স্বল্প সময়ের মধ্যে স্থান করে নিতে পারবে তার প্রমান পত্রিকাটির সম্পাদকদ্বয় ইতিমধ্যেই পেয়ে গেছেন।যার মূল উদ্দেশ্য সফল ও স্বার্থক।