মহকুমা ভিত্তিক বিদ্যালয় ক্রীড়া প্ৰর্তিযোগীতায় কাবাডিতে চ্যাম্পিয়ান মনমোহন বালিকা
1 min readমহকুমা ভিত্তিক বিদ্যালয় ক্রীড়া প্ৰর্তিযোগীতায় কাবাডিতে চ্যাম্পিয়ান মনমোহন বালিকা
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের জিনগাঁও বিদ্যালয়ে অনুষ্ঠিত রায়গঞ্জ মহকুমা ভিত্তিক শীতকালীন বিদ্যালয় ক্রীড়া প্ৰর্তিযোগীতায় কালিয়াগঞ্জ মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয় শাসন উচ্চ বিদ্যালয়কে হারিয়ে “কাবাডি” বিভাগে চ্যাম্পিয়নের
গৌরব অর্জন করে।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা চক্রবর্তী তার বিদ্যালয়ের কাবাডির খেলোয়াড়দের অভিনন্দন জানানোর সাথে সাথে শাসন উচ্চ বিদ্যালয়ের কাবাডি খেলোয়াড়দের অভিনন্দন জানান।আগামী ২৮ ও ২৯শে জানুয়ারী উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয়ের শীতকালীন প্রতিযোগিতার আসর বসতে চলেছে রায়গঞ্জ রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় মাঠে।