কালিয়াগঞ্জ বিশ্বদেব মঠে অপর পাঁচ সংস্থার সহযোগে রক্তদান শিবির ও সাংষ্কৃতিক অনুষ্ঠান
1 min readকালিয়াগঞ্জ বিশ্বদেব মঠে অপর পাঁচ সংস্থার সহযোগে রক্তদান শিবির ও সাংষ্কৃতিক অনুষ্ঠান
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)-রবিবার ২৬ শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে কালিয়াগঞ্জের হরিহর পুর বিশ্বদেব মঠের ব্যাবস্থাপনায় এবং সহযোগী অপর চার সমাজসেবী সংস্থার সহযোগিতায় একটি রক্ত দান শিবিরের আয়োজন করা হয়।
রক্তদান শিবিরের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী জ্যোতির্মআনন্দ মহারাজ। উপস্থিত ছিলেন বিশ্বদেব মঠের প্রতিষ্ঠাতা মহারাজ স্বামী শিবাত্মানন্দ মহারাজ সহ কালিয়াগঞ্জ সঞ্জীবনী সেবা সমিতির সন্তোষ বেঙ্গানি, স্বপ্ননীল সমাজসেবা সমিতির আইনজীবী হিমাংশু রায়,
কালিয়াগঞ্জ অন্নপূর্ণা সেবা সোসাইটির গৌতম বিশ্বাস,বসন্ত রায়,অসীম দাস এবং রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির শ্যামা পদ রায়,এবং বিশিষ্ট সমাজসেবী স্বপন সরকার লাল সমাজসেবী গরিমা বেঙ্গানি,গৌর ব্যানার্জী সহ বিশিষ্ট সমাজ সেবীগন।
আনুমানিক শতাধিক রক্ত দাতা রক্তদান শিবিরে রক্তদান করেন বলে বিশ্বদেব মঠের কর্নধার স্বামী শিবাত্মানন্দ মহারাজ জানান।বিশ্বদেব মঠের এক সাংস্কৃতিক সভায় বক্তব্য রাখতে গিয়েস্বামী জ্যোতির্মযানন্দ মহারাজ বলেন সবার আগে চরিত্র গঠন করে মানুষের মত মানুষ হতে হবে।প্ৰকৃত মানুষের বড় অভাব ঘটতে চলেছে।আমাদের সবার দায়িত্ব দেশের হয়ে দশের হয়ে নিজের এলাকার দুস্থদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করা।বক্তব্য রাখেন আইনজীবী হিমাংশু রায়, ক্রেতা সুরক্ষা সেবা সমিতির সভাপতি কানাই শেঠ সহ বিশিষ্ট ব্যক্তিগণ।