October 23, 2024

নেতাদের সঙ্গে ছবি তুললেই নেতা হওয়া যায় না এলাকার মানুষের পাশে থাকুন কালিয়াগঞ্জ এ গোপন বৈঠকে বিজেপি কর্মীদের বললেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

1 min read

নেতাদের সঙ্গে ছবি তুললেই নেতা হওয়া যায় না এলাকার মানুষের পাশে থাকুন কালিয়াগঞ্জ এ গোপন বৈঠকে বিজেপি কর্মীদের বললেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

তনময় চক্রবর্তী।।।।নেতাদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই  নেতা হওয়া যায় না এলাকার মানুষের পাশে থাকুন তাদের সমস্যার কথা শুনে তাদের সমস্যা সমাধান করুন। তবে আপনাকে লোক পছন্দ করবে নচেৎ সেলফি তুলে কোন লাভ নেই। আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এ এসে স্কুল পাড়ায় একটি ভবনে বিজেপি কর্মীদের নিয়ে একটি গোপন বৈঠকে এই বার্তাই কর্মীদের দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ তিনি প্রথম এলেন কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনে দলের শোচনীয় পরাজয়ের পর। তাই দিলীপ বাবুকে দেখে একটু কেমন যেন লাগছিল। চোখে-মুখে ছিল একটু রাগ রাগ ভাব।আর কালিয়াগঞ্জ এর বিজেপির নেতারা ঠিকঠাকভাবে তার কাছে যেতে সাহস পাচ্ছিল না

তার একটি কারণ বিধানসভা নির্বাচন এ তাদের পরাজয়।তবে যাই হোক না কেন আজকের কর্মীসভায় দীলিপবাবু স্পষ্টত কর্মীদের জানিয়ে দিলেন যে নেতা হতে গেলে তাকে আগে সে যে এলাকায় বাস করে সেখানকার মানুষদের পছন্দের লোক হতে হবে।কারণ পৌরসভা ভোটে কেউ নরেন্দ্র মোদিকে দেখে বা দিলীপ বাবুকে দেখে ভোট দেয় না এখানে ভোট দেয় পছন্দের মানুষকে বিচার করে।তাই কর্মীদের বার্তা দিয়ে বলেন সেলফি ছাড়ুন মানুষের পাশে দাঁড়ান মানুষের কাজ করুন তবেই নেতা হবেন।

শুধু শুধু নেতার সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দিলেই নেতা হওয়া যায় না। এর পাশাপাশি তিনি বলেন গত বিধানসভা র উপ নির্বাচনে এরকম পরাজয় কেন হল ।নিশ্চয়ই আপনারা মানুষের পাশে ঠিকঠাক থাকেন না তার জন্যই মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে।

না হলে লোকসভা নির্বাচনে এত ভোটে জিতলেও বিধানসভা উপনির্বাচনে এরকম ফলাফল হল কেন। লোকসভা নির্বাচনের পর এখানকার কর্মীদের মধ্যে একটা অহংকার বোধ হয়ে গিয়েছিল যে আমরা 56 হাজার ভোটে এগিয়ে আছি তাই বিধানসভা উপনির্বাচনে কেউ তাদের আটকাতে পারবেন না।

কিন্তু মনে রাখতে হবে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন ও পৌরসভা নির্বাচন এক না। তাই পৌরসভা নির্বাচনে এখন থেকে আপনারা আপনার এলাকায় আপনি মানুষের বাড়িতে যান মানুষের সাথে কথা বলুন ঠিকঠাকভাবে আর তাদের সমস্যার কথা শুনুন।অন্যদিকে আজ যখন দীলিপবাবু কালিয়াগঞ্জে এলেন ঠিক তখন সাংবাদিকরাও সেই করি বৈঠকে গিয়েছিল কালিয়াগঞ্জ এর বিষয়ে কিছু প্রশ্ন করতে কিন্তু দীলিপবাবু সাংবাদিকদের সরাসরি জানিয়ে দেন তিনি কিছু বলবেন না। সাংবাদিকদের প্রশ্ন কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনের পর প্রথমবার তিনি এলেন কালিয়াগঞ্জ এ আর সেই সময় কালিয়াগঞ্জে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বললেন না। এটা সাংবাদিকরা ভালোভাবে নেয় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *