বিবেক স্মরণে প্রতীতি
1 min readবিবেক স্মরণে প্রতীতি
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ভ্রাম্যমাণ মাসিক সাহিত্য,সংস্কৃতি ও কৃষ্টি সংস্থা “প্রতীতি” সংস্থার উদ্দ্যোগে এবং সমাজসেবী সুজিৎ দত্তের সহযোগীতায় গত রবিবার কালিয়াগঞ্জ শহরের রায়কলোনি অবস্থিত সমাজসেবী সুজিৎ দত্তের বাড়িতে মহামানব স্বামী বিবেকানন্দের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার স্থায়ী সভাপতি তথা অবসরপ্রাপ্ত শিক্ষক তপন কুমার চক্রবর্তী।অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীতের পর সংস্থার বর্ষীয়ান সদস্য রাজকুমার জাজদিয়া স্বামী বিবেকানন্দের স্মরণে বিস্তারিত আলোচনা করেন।স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলেন সংস্থার যুগ্ম সম্পাদক অরুন দাস।বক্তব্য রাখেন সমাজসেবী সুজিৎ দত্ত।সঙ্গীত পরিবেশন করেন ধিতশ্রী রায়,শ্রেয়া দত্ত,সায়ন্তনী দাস দত্ত, সুচিস্মিতা রক্ষিত এবং অনিন্দিতা দাস চক্রবর্তী।অনুষ্ঠানে কবিতা পাঠ করেন সংস্থার যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার রায় স্বরচিত ইংরাজি কবিতা পাঠ করেন,কবিতা পাঠ করেন বঙ্কিম বর্মন,বিপুল মিত্র ও অনিন্দিতা দাস চক্রবর্তী।অনুষ্ঠানে বিবেকানন্দের নানান দিক নিয়ে বক্তব্য রাখেন রবীন্দ্র নাথ কুন্ডু।প্রতীতির বিবেক স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার ১৩নম্বরের পৌর কাউন্সিলর মঞ্জুরী দত্ত দাম,বুল দত্ত,নিখিল কুন্ডু সহ বিশিষ্ট ব্যক্তিগণ।সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন সংস্থার যুগ্ম সম্পাদক অরুন দাস।