October 23, 2024

কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রার্থী না হওয়ার দুঃখকে দূরে সরে রেখে ভাগ্নে রূপক রায মাতলেন বনভোজনে মামা কমল সরকার এর সঙ্গে

1 min read

কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রার্থী না হওয়ার দুঃখকে দূরে সরে রেখে ভাগ্নে রূপক রায মাতলেন বনভোজনে মামা কমল সরকার এর সঙ্গে

তনময় চক্রবর্তী। মনের সব বেদনা কে দূরে সরিয়ে একি টেবিলে দেখা গেলো কালিয়াগঞ্জ এর মামা ভাগ্নে রূপক রায ও কমল সরকার কে। রাজনীতিতে সবই সম্ভব। কখনো আপনজন হয়ে যায় পর। আবার কখনো পরের মানুষ হয়ে যায় আপন ।

রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয়না।তাই অনেক সময় বিভিন্ন রাজনৈতিক দলের বিশ্বস্ত সৈনিকদের দেখা যায় দলবদল করতে ।আবারও কখনো কখনো কাউকে হবে বসে যেতে দেখা যায়।এমনি দেখা গিয়েছিল বসে যেতে

কালিয়াগঞ্জ এর বিজেপির নেতা তথা বিগত দিনে কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী রূপক রায় কে। কারণ একটাই তাকে এবার কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনের টিকিট না দিয়ে তার মামা কমল সরকার কে টিকিট দিয়েছে বিজেপি দল। আর এতেই গুস্সা হয়ে এতদিন যে ভাগনাকে বসে থাকতে দেখা যায় দলের কোনো কর্মসূচিতে না গিয়ে। আজ সেই ভাগনা কেই দেখা গেল একই টেবিলে বসে বনভোজন খেতে মামার সঙ্গে। আর সেই বনভোজনের আয়োজন করেছিল বিজেপি দল। আর বনভোজন হয়েছিল কালিয়াগঞ্জ এর ধামজা ফরেস্ট্র এ। যা সত্যিই অবাক করার মতো ঘটনা। যা কাকতালীয় বটে।গত বিধানসভা উপনির্বাচনে যে মামা কমল সরকার কে দেখা গিয়েছিল অক্লান্ত পরিশ্রম করে নির্বাচনে জয়ী হওয়ার জন্য মানুষের বাড়ি বাড়ি যেতে। সেই সময় রূপক বাবুকে অর্থাৎ তার ভাগ্নাকে দেখা যায়নি তার সাথে। এতদিন পর আবার রূপক বাবু মান অভিমান সব ভুলে তিনি আবার দলীয় কর্মসূচিতে ইদানিং যোগ দিচ্ছেন। আজ বনভোজন উৎসবেও দেখা গেল একই টেবিলে বসে মামা ভাগনা কে একসাথে খেতে। রূপক বাবু বলেন, রাজনীতিতে সবই সম্ভব। তিনি দলকে ভালোবাসেন। তাই দলের সঙ্গে আগেও ছিলেন এখনও আছেন আগামীতেও থাকবেন। সাময়িক যে দুঃখ হয়েছিল প্রার্থী হতে না পারায় সেই দুঃখ আজ আর নেই তার। এখন মামার সঙ্গে তার সমস্ত বিবাদী মিটে গেছে বলে জানান রূপক বাবু।তিনি জানান আগামী দিনে মামার সাথে বিভিন্ন কর্মসূচিতে তিনি যোগ দিবেন এবং দল আগামী দিনে যাতে এখানে ভালো ফলাফল করতে পারে তার জন্য তিনি সর্বত চেষ্টা করবেন। মানুষের মধ্যে দুঃখ থাকতেই পারে। তবে সেই দুঃখ চিরস্থায়ী কখনো হতে পারে না। তাই তারও সেই দুঃখ আর আজ নেই। তাই আজ এই বনভোজনের মাধ্যমে মামার সঙ্গে একসাথে বসে খাওয়া দাওয়া এবং চুটিয়ে গল্প করলেন।।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *