প্রজাতন্ত্র দিবসে দুই দেশের সীমান্ত রক্ষীদের সৌজন্য মিষ্টি বিনিময়
1 min readমনিরুল হক, (বর্তমানের কথা), কোচবিহারঃ ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনির মধ্যে সৌজন্য মিষ্টি বিনিময় করা হল চ্যাংড়াবান্দা ও মেখলিগঞ্জের তিনবিঘা করিডর সীমান্তে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনির কমান্ডারদের মধ্যে ওই মিষ্টি বিতরণ করা হয়। আজ ওই দুই সীমান্তে দুই দেশের জওয়ানরা একে অপরকে মিষ্টি মুখ করান। পাশাপাশি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সীমান্তের বাসিন্দাদেরও মিষ্টি খাওয়ানো হয়।