December 4, 2024

শিরোপা অর্জনে পঃবঙ্গের সাথে কালিয়াগঞ্জ বাসীর গর্ব

1 min read

জয়ন্ত বোস , বর্তমানের কথা :এমন রাজ্য কোথাও খুঁজে পাবে নাকো কেউ , সকল রাজ্যের সেরা রাজ্য আমাদের জন্মভূমি “বিশ্ববাংলা” পঃবঙ্গ. কারণতো বলার অপেক্ষা রাখে না , সকলেই জানেন.তবুও বলতে হয় একটি সমীক্ষায় দেশের সেরা মুখ্যমন্ত্রীর শিরোপা অর্জন করেছেন উন্নয়নের কান্ডারী , উন্নয়নের দিশারী , দরদী মমতাময়ী , কর্মমূখী বিশ্ববাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জী . নিরলস কর্ম প্রচেষ্ঠায় যেভাবে বাংলাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন তাতে শুধুমাত্র পঃবঙ্গ বাসী হয়ে নয় কালিয়াগঞ্জবাসী হিসাবে আমরা গর্বিত , আপ্লুত. আজ সংবাদ পরিবেশনের ফাঁকে সাংবাদিক হিসাবে সংবাদ  প্রতিবেদনে কালিয়াগঞ্জ শহরকে বিশ্ববাংলার আঙ্গিক রূপে দেখতে পেলাম একটি সরকারি অনুষ্ঠানে উত্তর দিনাজপুর জেলার জেলা শাষকের কণ্ঠে উচ্ছ প্রসংসীত নবীন প্রজন্মের কাজের ছেলে , উন্নয়নের চিন্তাশীল লড়াকু জুবক আমাদের কালিয়াগঞ্জ পৌরসভার রূপকারের রূপকথার নায়ক পৌরপতি কার্তিক চন্দ্র পালের জন্য .আজ ৩৪ বছরের ইতিহাসে কালিয়াগঞ্জবাসী দেখতে পাচ্ছে একই বৃন্তে দুটি কুসুম , একজন নয়নমনি আমাদের মুখ্যমন্ত্রী অন্যজন প্রাণ আমাদের পৌরপতি . কবি সুকান্তের রানার যেমন খবরের বোঝো নিয়ে তেমনি মুখ্যমন্ত্রীর রানার আমাদের কালিয়াগঞ্জ এর পৌরপতি কার্তিক পাল ছুটছে কালিয়াগঞ্জের জন্য উন্নয়নের দিশা নিয়ে—এ খবর কে রাখে , আমরাই রাখি তাই আজ প্রতিবেদনে পরিবেশন করলাম শিরোপায় গর্বিত মোরা .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *