কলকাতায় বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জির ওপর তৃণমূলী হামলার প্রতিবাদে কালিয়াগঞ্জ থানায় বিজেপির বিক্ষোপ।
1 min readতপন চক্রবর্তী : উত্তর দিনাজপুর গত সোমবার কলকাতায় রাজ্য বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জির ওপর তৃনমুল কংগ্রেসের হামলার প্রতিবাদে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানায় ভারতীয় জনতা মহিলা মোর্চা কালিয়াগঞ্জ শহর মন্ডল কমিটির পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় বিজেপি নেতা রূপক রায়ের নেতৃত্বে একটি ডেপুটেশনে দেওয়া হয়।বিজেপি নেতা রূপক রায় বলেন সারা রাজ্যে তৃণমূলের হারমাদ বাহিনীর যেভাবে অত্যাচার করছে তা মানুষ আর সহ্য করতে পারছে না।উপযুক্ত জবাব দেওয়ার জন্য গ্রামে গঞ্জের মানুষের রা সংগঠিত হওয়ার ফলে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে।এরফলে সর্বত্রই গুন্ডা রাজ কায়েম হয়েছে।অবিলম্বে এই তৃণমূল গুন্ডা বাহিনীদের গ্রেপ্তার করার তিনি দাবি জানান।কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ রায়কে সারক পত্রটি দিলে তিনি তা গ্রহণ করেন।মঙ্গলবারের বিজেপির মহিলা মোর্চার ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী নিবেদিতা বসাক ,সাধারণ সম্পাদিকা পম্পা দেব,রেখা সরকার,মোহিত বরণ কুণ্ডু ,বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল কমিটির সভাপতি রানাপ্রতাপ ঘোষ ও বিজেপি নেতা জগন্নাথ ভট্টাচার্য। ডেপুটেশনের পূর্বে একটি মিছিল কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে।