December 21, 2024

মালদায় পৌঁছলেন সকলের প্রিয় জননেত্রী,মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

1 min read
                             

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মালদায় পৌছালেন । মুর্শিদাবাদের বহরমপুর থেকে হেলিকপটারে চেপে মালদা হেলিপ্যাডে পৌছান এবং সেখান থেকে সড়ক পথে মালদা ডিএসএ ময়দানে সভাস্থলে পৌছান।জনসভার পর হবে প্রশাসনিক বৈঠক।সকাল থেকেই সর্বত্র মানুষের মধ্যে উন্মাদনা ,দিদি আসছেন।সাজসাজ পরিবেশ মালদা জুড়ে।সহস্র মানুষ অপেক্ষায় রাস্তার দ-ুধারে।দিদি পৌঁছলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *