ছাত্রীকে ইউনিফর্ম খুলতে বাধ্য করলো শিক্ষক
1 min read।
নিউজ ডেক্স,বর্তমান কথা সরকারি স্কুলে ছাত্রীদের ইউনিফর্মের মাপ নেওয়ার নামে স্কুল শিক্ষক এক ছাত্রীকে জামাকাপড় খুলতে বাধ্য করেছেন বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ওই ছাত্রী অষ্টম শ্রেণির পড়ুয়া। পড়ে কনৌজের জালালপুর কাত্রি বাঙ্গার গ্রামের সরকারি স্কুলে। অভিযোগ, ইউনিফর্ম তৈরি হবে বলে দাবি করে জনৈক শিক্ষক তাকে পোশাক খুলতে বাধ্য করেন। শুধু ওই মেয়েটিই নয়, অন্যান্য ছাত্রীদের সঙ্গেও তিনি এমনটা করেছেন বলে অভিযোগ। স্কুলের অন্যান্য পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। তাঁকে গ্রেফতারও করা হয়েছে।