বি এস এফের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
1 min readশুভদীপ চক্রবর্তী ঃদিনহাটা ঃ সীমান্ত পহরার পাশাপাশি গ্রামের মানুষ কে সুস্থ স্বাভাবিক রাখতে বি এস এফের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল । মঙ্গলবার দিনহাটার সীমান্ত গ্রাম শুকারুকুঠির সেওটি বি ও পি তে বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় ।
বি এস এফের ৪২ নং ব্যাটেলিয়ানের উদ্যোগে এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় । বি এস এফের উদ্যোগে এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন বি এস এফের ৪২ নং ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট সরোজ সিং , সেকন্ড ইন কমান্ড সের সিং ,ডেপুটি কমান্ড্যান্টশিবরাজ সিং , অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বিমল কুন্ডলনা , দিনহাটা মহকুমা হাসপাতালের চিকিৎসক বিলাস সরকার , শুকারুকুঠী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিষ্ণু সরকার অনেকেই ।
এদিনের এই শিবির কে ঘিরে সীমান্ত এলাকার বাসিন্দাদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয় ।