ভালোবাসার ছোঁওয়ায় স্নিগ্ধতার পরশ
1 min readমনোজ কুমার সরকার দঃ দিনাজপুর আধুনিকতা মানুষের জীবনকে মনুষত্বহীন করে তুলেছে। সময়ের সাথে চলতে গিয়ে বিলাসিতায় মগ্ন নিবেশ করেছে। কিন্তু এখনও অনেক মানুষ আছে তার আনন্দের মুহুর্ত গুলো অনাথ ছেলে মেয়েদের সাথে ভাগাভাগি করতে চায়।
এই রকম এক ঘটনার চির সাক্ষী রইল অনুশ্রী মিত্র। বয়সে ছোট হলে তার হৃদয় পিছিয়ে পড়া, দরিদ্র মানুষ গুলোর জন্য মন কাদে। গত ১০ ই মার্চ তার জন্মদিন ছিল। কিন্তু সেই জন্মদিনের আনন্দ আজ ১১ ই মার্চ বালুরঘাটের নিবেদিতা সেবাশ্রমের মেয়েদের সাথে ভাগাভাগি করে নিল। এমনই অভাবনীয় উদ্যোগে তার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন অনুশ্রীর কিছু সিনিয়র শিক্ষক ও শিক্ষিকা।
শিক্ষিকাদের মধ্যে উল্লেখ্যযোগ্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন বুনিয়াদপুর কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপিকা তনিমা দত্ত। বয়েসে ছোট হয়েও অনুশ্রীর এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন অনেকে। সকালে নিবেদিতা সেবাশ্রমের মেয়েদের সাথে নিয়ে অনুশ্রী ও তার সাথীরা কেক কেটে ও দুপুরে সেবাশ্রমের প্রতিটি মেয়েদের মাংস ভাত খাইয়ে আনন্দে সামিল হন।
এমন এক অভাবনীয় উদ্যোগে সামিল হতে পেরে অনুশ্রী বলেন ১৯ বছরের জন্মদিন আমার কাছে স্মরনীয় হয়ে থাকবে।