প্রতিশ্রুতি পালনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চেয়ারম্যান কার্তিক পাল শহরের মূল রাস্তা থেকে দখলকারীদের উচ্ছেদে রাস্তায় নেমে পড়ল
1 min readতপন চক্রবর্তী ঃ প্রতিশ্রুতি দিয়ে তাকে সর্বোচ্চ অগ্রধিকার দিতে কালিয়াগঞ্জ পৌরসভার ডায়নামিক চেয়ারম্যান কার্তিক পাল মঙ্গলবার বিকেলে কালিয়াগঞ্জ শহরের মূল সড়ক রায়গঞ্জ -বালুরঘাট ১০ নম্বর রাজ্য সড়কের দুইপাশের ব্যবসায়ীদের দখলীকৃত জমি থেকে উঠে যাবার জন্য আবেদন জানান।কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক পাল বলেন কালিয়াগঞ্জ শহরের মধ্যেকার বিভিন্ন সড়ক সংস্কার ও নিকাশি ব্যবস্থার উন্নয়নমূলক কাজ দ্রুত গতিতে চলছে।এবার কালিয়াগঞ্জের উপর দিয়ে যাওয়া নেতাজী সুভাষ রোডের সংস্কারের কাজ পৌরসভা শুরু করবে।কালিয়াগঞ্জ শহরে মানুসের হার যে গতিতে বৃদ্ধি পেয়েছে সেই অনুপাতে পূর্বের কংগ্রেস পরিচালিত পৌরবোর্ড শহরের মানুষদের ভোট ব্যাঙ্ক ঠিক রাখতে মানুষকে চটাতে চায়নি।
ফলে কংগ্রেসের ২২ বছরের পৌর বোর্ড কোন কাজ করেনি।পৌর সভার চেয়ারম্যান কার্তিক পাল বলেন কালিয়াগঞ্জ পৌর সভার দায়িত্ব তৃণমূল পাবার পর চেয়ারম্যান হিসাবে তিনি বলেছিলেন কালিয়াগঞ্জ শহরের উন্নয়নই হবে তার একমাত্র লক্ষ।প্রতিশ্রুতি অনুসারে সেই কাজ শহরের প্রতিটি মানুষের সহযোগীতার ফলে উন্নয়নের ব্যাপক কাজকর্ম শুরু করে দেওয়া হয়েছে।কালিয়াগঞ্জের পৌরসভার এত উন্নয়ন মূলক কাজ এর আগে একসাথে কোনদিন হয়নি। কার্তিকবাবু বলেন দুই এক দিনের মধ্যেই সরকারি জমির মধ্যে যাদের দোকান বা বাড়ি আছে তা ভাঙার কাজ শুরু করে দেবেন বলে জানান।কালিয়াগঞ্জ শহরের টায়ার কোম্পানি থেকে ধনকোল হরিহরপুর পর্যন্ত টুলেনের কাজ দ্রুত গতিতে শুরু হয়ে যাবে।যদিও কালিয়াগঞ্জের উপর দিয়ে ফোর লেনের একটি বাইপাস রাস্তা হচ্ছে তা নিশ্চিত করেই বলা যায়।অন্যদিকে খবর নিয়ে জানা যায় কালিয়াগঞ্জ শহরের রাস্তা সংস্কারে রেল কর্তৃপক্ষ পৌরসভাকে এক ইঞ্চি জমিও ছাড়বেনা বলে জানিয়েছেন রেল দপ্তরের জনৈক আধিকারিক।রেল দপ্তরের আধিকারিক রেলের জমিতে যাতে ব্যবসায়ীরা আরো শক্তপোক্ত ভাবে বসে ব্যবসা করতে পারে সেই জন্য ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক লক্ষাধিক টাকা সংগ্রহ করে নিয়ে যায় বলে খবর পাওয়া গেছে।