গঙ্গাসাগর মেলা ২০২৫ এর পুণ্যার্থীদের জন্যে অস্থায়ী ক্যাম্পের উদ্বোধন করলেন মেয়র বিধান উপাধ্যায়
1 min readগঙ্গাসাগর মেলা ২০২৫ এর পুণ্যার্থীদের জন্যে অস্থায়ী ক্যাম্পের উদ্বোধন করলেন মেয়র বিধান উপাধ্যায়
গঙ্গাসাগর মেলায় স্নান করার জন্যেঅন্যান্য রাজ্যে থেকে আগতপুণ্যার্থীদের জন্যে কুলটি থানার অন্তর্গত ডুবুডিহি চেক পোস্ট এলাকাই একটিঅস্থায়ী ক্যাম্পের উদ্বোধন করলেন আসানসোলের মহানাগরিক তথা বিধায়ক বিধান উপাধ্যায়।এদিন তিনি বাংলা ঝাড়খণ্ড সীমানায় ডুবুরডিহি চেকপোস্টের সামনে পার্কিংয়ে অস্থায়ী ক্যাম্পের ফিতে কেটে উদ্বোধন করেন।এদিন তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমত আসানসোল পৌরনিগমের ব্যাবস্থাপনায়মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গা সাগর মেলা দেখতে তথা স্নান করার জন্যে অন্যান্য রাজ্যে থেকেআগত পূর্ণার্থীদের জন্য তৈরি করা হয়েছে বিশ্রামগার,শৌচালয়,এর রাখা হয়েছে পানীয় জলের ব্যাবস্থা ।
তাছাড়া তিনি আরো বলেন এই ক্যাম্পে পূর্ণার্থীদের স্বাগতম করতে আসানসোল পৌর নিগমের দল সহ কাউন্সিলার সব সময় থাকবে।তাছাড়াও এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটি থানা আধিকারিককৃষ্ণেন্দু দত্ত, কুলটি ট্রাফিক আইসি চিন্ময় মন্ডল, চৌরঙ্গীফারীর ইনচার্জ কার্তিক চন্দ্র ভূঁই,ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পরিষদ ইন্দ্রানী মিশ্র, গুরুদাস চ্যাটার্জি সহ সকল কাউন্সিলরেরা উপস্থিত ছিলেন।