কালিয়াগঞ্জ নজমু নাট্যানিকেতনে অনুষ্ঠিত হতে চলেছে মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে বিনোদিনী নাট্য উৎসব
1 min readকালিয়াগঞ্জ নজমু নাট্যানিকেতনে অনুষ্ঠিত হতে চলেছে মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে বিনোদিনী নাট্য উৎসব
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ, শহরের বিভিন্ন ২৫ ডিসেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় নজমু নাট্য নিকেতন অনুষ্ঠিত হতে চলেছে ৫ দিন ব্যাপী বিনোদিনী নাট্যোৎসব।বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ২৬ ডিসেম্বর নাট্য উৎসবের সুচনা হবে। চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত। নাট্যোৎসবে মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিন দিনাজপুর জেলার মোট ১০টি নাট্য দল নাটক মঞ্চস্ত করবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে দুটি করে নাটক মঞ্চস্ত হবে নজমু নাট্য নিকেতন মঞ্চে।
সরকারি উদ্যোগে আয়োজিত নাট্যোৎসবে বিনামূল্যে নাটক দেখার সুযোগ পাবেন নাট্যপ্রেমী মানুষজন।বুধবার নজমূ নাট্য নিকেতনের সাংবাদিক সম্মেলন করে জানালেন মিনার্ভ নাট্য সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের মালদা বিভাগের কো-অর্ডিনেটর জয়েশ ল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক শুভম চক্রবর্তী,বিশিষ্ট নাট্যকার দেবাশীষ পাল, সহ বিশিষ্ট জনেরা।কালিয়াগঞ্জ শহর নাট্য শহর বলেই পরিচিত তাই তাদের বিশ্বাস এই ৫ দিন ব্যাপী বিনোদিনী নাট্য উৎসবে সর্বস্ততের মানুষেরা উপস্থিত হবে।