চিকিৎসায় সাফল্য, অপারেশনের পর বের হল রোগীর পেট থেকে ৮ কেজি টিউমার।
অনেকদিন যাব বহু ডাক্তারকে দেখানোর পরবর্তী চিকিৎসা করানোর পরেও ফল পাওয়া যাচ্ছিল না। কখনো বা হোমিওপ্যাথি আবার কখনো বা আয়ুর্বেদিক চিকিৎসা চলছিল , কিন্তু সেই ক্ষেত্রে কোনরকম সমস্যার সমাধান হয়নি ,শিলিগুড়ি মহাকুমার দুধিয়া অঞ্চলের ৫৫ বছরের এক বাসিন্দার ।
এরপর তার পরিবারে তরফ থেকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় রুগীর পেটে আনুমানিক ৮ কেজি ওজনের টিউমার রয়েছেএরপর ডক্টর সুমিত চক্রবর্তী নেতৃত্বে অন্তত চার ঘন্টা ধরে অপারেশনের করা হয় রোগীটির, তার পেট থেকে টিউমারটি বের করা হয়।
বর্তমানে রুগী সুস্থ আছেন বলে জানান পরিবারের সদস্যরা।ওই রোগের পরিবারের তরফ থেকে জানানো হয় অনেক ডাক্তারকে দেখানোর পরেও সমস্যা সমাধন না হওয়ায় আমরা ডাক্তার সুমিত চক্রবর্তীর কাছে নিয়ে আসি রুগীকে।