October 27, 2024

ব্রাজিলএগিয়ে কুটিনহোর গোলে প্রথমার্ধে

1 min read
ফিলিপ কুটিনহোর গোলে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে ব্রাজিল। রবিবার বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হয়েছে ম্যাচটি। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এই ম্যাচে ব্রাজিলের মূল আকর্ষণ নেইমার হলেও বার্সায় খেলা কুটিনহোই দেখিয়েছেন দুর্দান্ত চমক। বল দেয়া নেয়ার মধ্যে বাঁ দিক থেকে নেইমারের দেয়া বল পান মার্সেলো। ডান প্রান্তে মার্সেলোর দেয়া বল জেসুস হয়ে পেয়ে যান কুটিনহো। বাঁদিকে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন সাবেক এই লিভারপুল তারকা। কোনাকুনি শট সাইডপোস্টে লেগে সরাসরি চলে যায় সুইসদের জালে। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এক গোলে পিছিয়ে পড়ে সুইসরাও চেষ্টা করেছে তা পরিশোধ করতে। কিন্তু পারেনি। এরপর ব্রাজিলও একাধিক প্রচেষ্টা চালিয়ে আর কোনও গোল দিতে পারেনি। যে কারণে শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

আগের দিন আইসল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার ড্র এবং আজ মেক্সিকোর কাছে জার্মানির হেরে যাওয়ার পর ব্রাজিলের ম্যাচ নিয়েও কৌতুহল ছিল অনেক। এই ম্যাচে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা কি চেনা পথে হাঁটবেন না কোনও অঘটনের শিকার হন সেদিকেই লক্ষ্য রয়েছে সারা বিশ্বের ফুটবল প্রেমীদের। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *