কালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে সবুজ পার্ক নির্মাণের উদ্যোগ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৭ নভেম্বর:কালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে শহরের শ্রীমতী নদীর তীরে খোলা মেলা পরিবেশে প্রাত ভ্রমন ও শরীর চর্চার জন্য সবুজ পার্ক নির্মাণের উদ্যোগ নিল কালিয়াগঞ্জ পৌর সভা।শ্রীমতী নদীর তীরে সুন্দর পরিবেশে পৌর সভার নিজস্ব দের একর জমির উপর সবুজ পার্ক নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে ৮৬ লক্ষ টাকা।এই প্রকল্প রূপায়নের লক্ষ্যে প্রস্তাবিত জমি ম্যাপ জোক শুরু করে দেয় পৌর সভা।
কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা বলেন সকাল সন্ধ্যায় যাতে কালিয়াগঞ্জ শহরের বাসিন্দারা যাতে সকাল ও বিকালে যাতে শরীর চর্চা করতে পারে আমাদের মুল উদ্দেশ্য সেটাই।
এদিন সবুজ পার্কের জমি পরিদর্শন করতে যান পৌর পিতা রাম নিবাস সাহার সাথে কমিশনার রথীন্দ্র নাথ গুহ, বিশ্বজিৎ কুন্ডু,মনোজ্ঞ সরকার,কালিয়াগঞ্জ পৌর সভার বাস্তুকার সুদীপ চন্দ এবং সুব্রত সরকার।কালিয়াগঞ্জ শহরের বেশ কিছু প্রাতঃভ্রমণকারীদের বক্তব্য শহরের প্রাণ কেন্দ্র শান্তি কলোনীর চেহারাটাই এই সবুজ পার্কের কারনে পাল্টে যাবে বলে অনেকেই মনে করেন।