বোচাডাঙ্গা ও বরুনার গরীব দুঃখীদের মধ্যে ছট পূজার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জেলা পরিষদ সদস্য
1 min readবোচাডাঙ্গা ও বরুনার গরীব দুঃখীদের মধ্যে ছট পূজার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জেলা পরিষদ সদস্য
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৬ নভেম্বর:মঙ্গল ও বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের জেলা পরিষদ সদস্য তথা পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈষ্ণ ছট পূজা উপলক্ষে কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এবং বরুনা গ্রাম পঞ্চায়েতের দুই শতাধিক দরিদ্র মানুষদের মধ্যে গম চিনি সরিষার তেল
এবং একটি করে শাড়ি বিতরণ করে।পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বিশ্ব বলেন অনেক দরিদ্র মানুষেরা আছেন যারা ছট পূজা করেন কিন্তু আর্থিক সমস্যা থাকায় অত্যন্ত অসুবিধা হয়ে থাকে। তাই এই সময়ে যদি এই সমস্ত মানুষের পাশে থাকা যায় তাহলে নিজেকেও খুব ভালো লাগে।তিনি বলেন তিনি প্রত্যেককে পাঁচ কেজি গম,এক কেজি চিনি,এক লিটার সর্ষের তেল এবং একটি করে শাড়ি দেন।বরুনা এবং বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গ্রাম বাসীরা ছট পূজার আগে এই সমস্ত জিনিস পত্র পেয়ে ভীষন খুশী হয়েছে বলে জানান।