মূল্যবৃদ্ধি রুখতে পৌর সভা ও পুলিশের যৌথ উদ্যোগে কালিয়াগঞ্জ বাজারে অভিযান শুরু
1 min readমূল্যবৃদ্ধি রুখতে পৌর সভা ও পুলিশের যৌথ উদ্যোগে কালিয়াগঞ্জ বাজারে অভিযান শুরু
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২০ জুলাই:সব্জির বাজারে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি রুখতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে পুলিশ ও পৌরসভার যৌথ উদ্যোগে অভিজানে নামলো কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা সহ কালিয়াগঞ্জ থানার পুলিশ প্রশাসন।জানা যায় এই ধরনের অভিযান এখন থেকে চলতেই থাকবে।
এই অভিযানের নেতৃত্বে ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা।এই নজরদারি অভিযানে ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার কার্য্য নির্বাহী আধিকারিক মদন মণ্ডল,কালিয়াগঞ্জ পৌর সভার কমিশনার রথীন্দ্র নাথ গুহ,মনোজ সরকার সহ কালিয়াগঞ্জ থানার আধিকারিকগন।মূল্যবৃদ্ধি রোধ অভিযানের সদস্যরা কালিয়াগঞ্জ পৌরবাজারের বিভিন্ন সব্জির দোকানে গিয়ে প্রতিটি জিনিসের দাম সংগ্রহ করে।কালিয়াগঞ্জ পৌর সভার কার্য্য নির্বাহী আধিকারিক মদন মণ্ডল বলেন তারা সরকারের নির্দেশেই দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের অভিযানে নেমেছে।তিনি বলেন এখন থেকে তারা নিয়মিত ভাবে অতর্কিতে অভিযানে নেমে যাবেন বলে মদন মণ্ডল জানান।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা বলেন বর্তমানে যে ভাবে সব্জির বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে এর পেছনে কিছু কিছু অসাধু আড়তদারদের ভূমিকা যে আছে এব্যাপারে কোন সন্দেহ নেই। তবে কালিয়াগঞ্জ শহরের বাজার গুলিতে কোন ভাবেই আর কোন কারন ছাড়াই দ্রব্য মূল্য বৃদ্ধি করতে দেওয়া হবেনা।নাম প্রকাশে অনিচ্ছুক পৌর বাজারের সব্জি বিক্রেতারা বলেন আমরা ক্ষুদ্র সব্জি ব্যবসায়ী।সব্জির আড়তদার দাম বৃদ্ধি করলেই আমাদের সাথে সাথে দাম বৃদ্ধি করতেই হবে।তাই সবার আগে আড়ত দারদের উপর অভিযান চালানো প্রয়োজন আছে।প্রসাশনের করা নজরদারি রাখা উচিত আড়তদারদের উপর।দেরিতে হলেও কালিয়াগঞ্জ শহরের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে কালিয়াগঞ্জ পৌর সভা ও পুলিশের যৌথ অভিযানের দারুন কালিয়াগঞ্জ শহরের নাগরিকরা পৌরসভা ও পুলিশকে অভিনন্দন জানিয়েছে বলে জানা যায়।