সরকারি বাস নিয়ন্ত্রন হারিয়ে নির্মীয়মান টোল প্লাজায় পিলারে ধাক্কা,আহত_৬
1 min readসরকারি বাস নিয়ন্ত্রন হারিয়ে নির্মীয়মান টোল প্লাজায় পিলারে ধাক্কা,আহত_৬
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২ জুলাই:সরকারি বাস নিয়ন্ত্রন হারিয়ে নির্মিয়মান টোল প্লাজার পিলারে ধাক্কা মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত অধিন দক্ষিণ ভবানীপুর এলাকায় রায়গঞ্জ – বালুরঘাট রাজ্য সড়কের উপরে।
স্থানীয় সুত্রে জানাজায় এদিন সকালে যাত্রী বোঝাই রায়গঞ্জ থেকে বালুরঘাট গামী সরকারি বাসটি কালিয়াগঞ্জের দক্ষিণ ভবানীপুর এলাকায় রাজ্য সড়কের উপরে নির্মিয়মান টোলপ্লাজার পিলারের মধ্যে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সকালে বৃষ্টি হবার কারণের এই দুর্ঘটনা হতে পারে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে স্থানীয় বাসিন্দা ও কালিয়াগঞ্জের পুলিশ প্রশাসন।এই ঘটনায় বাসের ৬ জন যাত্রী আহত হয় তাদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।পড়ে ক্রেন এনে ঘাতক বাসটিকে উদ্ধার করে পুলিশ।সকালের বৃষ্টি থাকায় বাসে যাত্রী সংখ্যা কম থাকায় বড় ধরণের দুর্ঘটনা এড়ানো গেছে।