প্লেয়ার আমি নতুন নই , মাঠ ও আমার পরিচিত। তাই এবার খেলা হবে । বললেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ
1 min readপ্লেয়ার আমি নতুন নই , মাঠ ও আমার পরিচিত। তাই এবার খেলা হবে । বললেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ
লোকসভা নির্বাচন যেতে না যেতে শুরু হয়েছে আবার বিধানসভা উপনির্বাচনের টি-টোয়েন্টি ম্যাচ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভার। আর এই ম্যাচ খেলতে কোমর বেঁধে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষকে দেখা গেল বিভিন্ন জায়গায় সকাল থেকে রাত অব্দি সাধারণ মানুষদের সঙ্গে দেখা করে প্রচারের কাজ করতে।
কখনো গ্রামে সাধারণ মানুষের বাড়ি বাড়ি কখনো বা আবার কোন হাটে বাজারে আবার কোন সময় শহরের রাজপথে তাকে দেখা যাচ্ছে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে। এক সাক্ষাৎকারে বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ বলেন, আমার কাছে মাঠ বা প্লেয়ার নতুন না । আমি সবাইকে চিনি ।যারা গ্রামের মানুষ তাদের কাছে সোম থেকে রবি বলে কিছু নেই। প্রতিদিনই সমান ।মানুষ কৃষিকাজ করছে, বিভিন্ন ব্যবসা করছে। সকলের সাথে দেখা হচ্ছে তাদের কাছে ভোটের আবেদন করছি ।ভোট চাইছি। আমার কাছে গ্রামে গ্রামে নতুন করে ঢোকার কিছু নেই। দশ বছর ধরে পঞ্চায়েত সমিতিতে ছিলাম কর্মাধ্যক্ষ এবং সহসভাপতি হিসেবে। তাই প্রত্যেকটি গ্রাম এ আমার ঘোড়া আছে। সমস্ত গ্রাম আমাকে চেনে আমিও সমস্ত গ্রামকে চিনি। মানুষের বিভিন্ন রকম দাবি-দাওয়া আছে একেকটা এলাকা ভিত্তিক এক এক রকম চাহিদা ।সেই চাহিদাগুলো আমি শুনছি ।আমি নোট ডাউন করছি। যদি মানুষ আশীর্বাদ করে সঠিক সময়ে সঠিকভাবে সেই কাজগুলো সমাধান করার আমি চেষ্টা করব আমি।