December 24, 2024

পদ আখড়ে রেখে থাকলে চলবে না কাজ করতে হবে। না হলে ঘাচাং হয়ে যাবে দায়িত্ব নিয়ে বলছি বললেন রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী

1 min read

পদ আখড়ে রেখে থাকলে চলবে না কাজ করতে হবে। না হলে ঘাচাং হয়ে যাবে দায়িত্ব নিয়ে বলছি বললেন রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী

 

তন্ময় চক্রবর্তী :- দলকে যদি ভালোবাসেন আপনারা তাহলে এখনই নেমে পড়ুন কাজে। এখন ছোট বড় পদ কে নিয়ে আছেন কে কতখানি কাজ করছে এই কাজের বিশ্লেষণ করে কাজের মেরিটে আগামী দিনে তাদের পদের আপগ্রেডেশন হবে।  আজ উত্তরদিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানমঞ্চে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে একটি বৈঠকে প্রকাশ্যে এ কথাগুলি বলেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন পদ নিয়ে থাকবো অথচ কাজ করবো না বাড়িতে বসে থাকবো। একটা নেতাকে ধরলাম চামচাগিরি করলাম অথচ মাটির স্তরে কাজ করলাম না ঐদিন ভুলে যান। কোনদিন আর পদ পাবেন না আর জনপ্রতিনিধিও হতে পারবেন না।

এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। এ দিন কৃষ্ণ কল্যাণী আরো বলেন দল বড় হোক ছোট হোক কিন্তু কর্মঠ হওয়া উচিত। ছোট দল নিয়েও জেতা যায়। কিন্তু বড় দল নিয়ে আজকে দল হারতেছে আর অনেকেই হাসতেছে এটা আপনাদের লজ্জা করে না। কৃষ্ণ কল্যাণী বলেন অনেকে নাকি আবার বলেন দলটার নাম নাকি তৃণমূল। তিনি বলেন  লজ্জা করেনা এই দলই আপনাকে পরিচিতি দিচ্ছে। না হলে আপনারা বাড়িতে রান্নাবাড়ি করতেন  বাইরে বেরোতেন না। দল করছেন বাইরে বেরোচ্ছেন বলেই  পরিচিতি বাড়ছে। তাই আগামী দিনে দলের উপর আস্থা রেখে বিশ্বাস রেখে আর নিজের দায়িত্বটা সম্বন্ধে সচেতন হয়ে দলের প্রতি অর্পণ করবেন। কৃষ্ণ কল্যাণী এদিন আরো বলেন যদি আপনাদের রাজনৈতিক কেরিয়ার বাড়াতে হয় বা প্রতিষ্ঠিত হতে  হয় নিজেকে রাজনৈতিকভাবে তাহলে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। কৃষ্ণ কল্যাণীর মত নেতা আসবে চলে যাবে এতে দলের কোন প্রভাব পড়ে না। কিন্তু তৃণমূল কংগ্রেস দলটা থাকবে। এখানে ব্যক্তি বড় নয় দলই বড়। সেই জন্য আপনাদের কাছে একটি আহ্বান আগামী ১০ই জুলাই ঘাসের ওপর জোড়া ফুল যে সিম্বলটা এক নম্বর বোতামে থাকবে। আপনারা একবার ভুলে যান কৃষ্ণ কল্যাণী কে । আপনারা শুধু মনে রাখবেন সিম্বল ঘাসের উপর জোড়া ফুল। এই সিম্বলের ওপর ভোট দিয়ে দলকে জিতিয়ে আগামী দিনে দলের শ্রীবৃদ্ধি ঘটাবেন শক্তি বৃদ্ধি করবেন এই আশাই রাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *