রাধিকাপুর পর্যটন কেন্দ্র ও ডাইভারসিটি উদ্যানের উন্নয়নে এক কোটি টাকা ব্যয়ে দ্রুত কাজ চলছে
1 min readরাধিকাপুর পর্যটন কেন্দ্র ও ডাইভারসিটি উদ্যানের উন্নয়নে এক কোটি টাকা ব্যয়ে দ্রুত কাজ চলছে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৪ জুন: কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ভারত_ বাংলাদেশের সীমান্ত ঘেঁষা কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুরের টাঙ্গন নদীর তীরে পর্যটন কেন্দ্র ও ডাইভারসিটি উদ্যানের পরিকাঠামো উন্নয়নের কাজ জোড় গতিতে শুরু হয়েছে বলে জানালেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার(বাপ্পা)।তিনি বলেন রাধিক্যাপুরের পর্যটন কেন্দ্রের আকর্ষন বৃদ্ধি করতে রাজ্য পরিবেশ দপ্তরের আর্থিক সহায়তায় বায়ো ডাইভারসিটি উদ্যান গড়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির মাধ্যমে ১০ লক্ষ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে নুতন টয়লেট ও সৌর বিদ্যুৎ চালিত পরিশ্রুত পানীয় জলের জন্য।
শুধু তাই নয় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির মাধ্যমে ১৯ লক্ষ টাকার বিভিন্ন ধরনের কাজ চলছে। উত্তর দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে ৬০ লক্ষ টাকা ব্যয়ে রাধিকাপুর পর্যটন কেন্দ্র ময়দানের বাকি অংশের সীমানা প্রাচীর কাজ দ্রুত গতিতে চলছে বলে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার সোমবার জানান।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার আরো বলেন রাধিকা পুর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে পর্যটন কেন্দ্রে যাতায়াতের রাস্তা উন্নয়নের কাজেও হাত দেওয়া হয়েছে বলে তিনি জানান।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার বলেন ভারত_ বাংলাদেশ সীমান্তের রাধিকা পুরে পর্যটকদের আকর্ষণ বৃদ্ধি করতে এই পর্যটন পার্ককে অত্যাধুনিক করে গড়ে তুলতে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি বদ্ধপরিকর।তিনি বলেন কালিয়াগঞ্জ শহর তথা পার্শ্ববর্তী এলাকার মানুষজনের একমাত্র পর্যটনের উদ্দেশ্যে বেড়ানোর স্থান রাধিকাপুর।সেই রাধিকা এলাকার সৌন্দর্যআয়ন বৃদ্ধি করে পর্যটকদের আকর্ষন করা যায় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি সে ব্যাপারে সব সময় চেষ্টা করেছে এবং এখনো করেই চলেছে বলে পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার(বাপ্পা) জানান।