October 23, 2024

সারা রাত শাসক দলের এক শ্রেনীর অবাধ্য যুবকের তান্ডবে পাড়ার মানুষ অতিষ্ট,গ্রেপ্তার ৩

1 min read

সারা রাত শাসক দলের এক শ্রেনীর অবাধ্য যুবকের তান্ডবে পাড়ার মানুষ অতিষ্ট,গ্রেপ্তার ৩

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩জুন:সারারাত ধরে বাইক নিয়ে শাসক দলের কিছু অবাধ্য যুবকের তান্ডবে অতিষ্ট কালিয়াগঞ্জ শহরের ৭নম্বর ওয়ার্ডের নাগরিকরা।বাধ্য হয়ে ৭ নম্বর ওয়ার্ডের নাগরিকদের সাথে রাস্তায় বেরিয়ে ওয়ার্ড কমিশনার ভোর রাতে এর প্রতিবাদ করলে ৭নম্বর ওয়ার্ডের কমিশনার বর্ণালী দাসকেও শাসক দলের দুষ্কৃতিকারী যুবকরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেও পিছপা হয়নি বলে জানা যায়।এই ধরনের নাক্কার জনক ঘটনা এই প্রথম কালিয়াগঞ্জ শহরে ঘটায় সবাই অবাক হয়ে যায়।কালিয়াগঞ্জ থানায় এই ঘটনার খবর দেওয়া মাত্র কালিয়াগঞ্জ থানার তৎপরতায় শাসক দলের তিন জন যুবককে পুলিশ গ্রেপ্তার করে বলে জানা যায়।ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে।অবাধ্য যুবকের দল বাইক চালিয়ে মদ্যপ অবস্থায় অশ্রাব্য গালিগালাজের সাথে মদের বোতল মহিলাদের দিকে ছুঁড়ে মারে বলেও মহিলারা জানান।

৭ নম্বর ওয়ার্ডের মহিলারা বলেন এই ঘটনার পর সত্যি সত্যিই তারা আতঙ্কিত হয়ে পড়েছে।কমিশনার বর্ণালী দাস বলেন তৃণমূল দল সব জায়গাতেই একটা করে সন্দেশখালী বানিয়েছে।কালিয়াগঞ্জে যদি এই ঘটনা ঘটতে পারে তাহলে সন্দেশখালীতে মহিলাদের উপর কি ধরনের অত্যাচার হয়েছে তা সহজেই অনুমেয়।কালিয়াগঞ্জ পৌর সভার ১০ ওয়ার্ড কাউন্সিলর গৌরাঙ্গ দাস বলেন বেছে বেছে কোন উদ্দেশ্যে বিজেপির ওয়ার্ড কমিশনারের ওয়ার্ডে গিয়ে সারারাত মদ্যপ অবস্থায় বাইক বাহিনী নিয়ে তান্ডব কোন উদ্দেশ্য নিয়ে করেছে তার জবাব দিতে হবে।তিনি বলেন তৃণমূল লোকসভার রায়গঞ্জ আসনে অবধারিত হেরে যাচ্ছে ভেবেই তৃণমূলের এক শ্রেনীর দাদার নির্দেশে এই কাজ হয়েছে বলে মনে করা হচ্ছে। বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ বাবু বলেন সোমবার কালিয়াগঞ্জ পৌর সভার ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কমিশনার বর্ণালী দাসের সাথে ওয়ার্ডের মহিলারা থানায় তারা গিয়ে কালিয়াগঞ্জ থানার আই সি দেবব্রত মুখার্জীকে সমস্ত ঘটনা ঘটনা জানিয়ে একটি লিখিত অভিযোগ জানিয়ে আসা হয়েছে।তাদের দাবি অবিলম্বে এখনো যাদের গ্রেপ্তার করা হয়নি তাদের গ্রেপ্তারের ব্যাবস্থা করা হোক বলে দাবি জানানো হয়।তিনি তাদের গ্রেপ্তারের জন্য দ্রুত ব্যাবস্থা নেবেন বলে জানান।প্রকাশ,৭ নম্বর ওয়ার্ডের ৩৫ জন নাগরিকের স্বাক্ষর সম্বলিত একটি অভিযোগ পত্র কালিয়াগঞ্জ থানায় দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *