সরকারি আধিকারিকের হাত ধরে কৃষিতে বিপ্লব, চাষের খরচ ও খাটনি এক ধাক্কায় কমে গিয়েছে
1 min readসরকারি আধিকারিকের হাত ধরে কৃষিতে বিপ্লব, চাষের খরচ ও খাটনি এক ধাক্কায় কমে গিয়েছে
সরকারি কর্তার সাড়া ফেলা আবিষ্কার। আর তাতেই আশার আলো দেখছেন কৃষকরা। কৃষিকাজে নতুন দিশা দেখাচ্ছেন ইসলামপুরের মহকুমা কৃষি আধিকারিক শ্রীকান্ত সিনহার আবিষ্কৃত যন্ত্র।স্বয়ংক্রিয় যন্ত্র আবিষ্কারের জন্য ইতিমধ্যেই ভারত সরকার থেকে পেটেন্ট পেয়েছেন কৃষি আধিকারিক শ্রীকান্ত সিনহা। এইযন্ত্রের নাম এসএসবি যন্ত্র।বর্তমানে এই যন্ত্র যথেষ্টই খ্যাতি লাভ করেছে বলে তিনি জানান। উত্তর দিনাজপুর মূলত কৃষি প্রধান এলাকা। এই জেলার বেশিরভাগ মানুষ কৃষি কাজের সঙ্গে যুক্ত।
এই চাষবাসের জন্য বিভিন্নভাবে কৃষকদের অর্থ ব্যয়ের পাশাপাশি সময়ও চলে যায়। কিন্তু এই নতুন যন্ত্রের মাধ্যমে চাষের সময় একদিকে যেমন সময় কমবে, তেমনই বাঁচবে খরচ।এই প্রসঙ্গে কৃষি আধিকারি শ্রীকান্ত সিনহা জানান, তাঁর আবিষ্কৃত এই এসএসবি যন্ত্রের মাধ্যমে ইসলামপুর মহকুমার বিভিন্ন ব্লকের চাষিরা চাষ করে লাভবান হয়েছেন। তিনি জানান, সাধারণ কৃষকদের স্বার্থে এই যন্ত্র বিনামূল্যেও দেওয়া হয়েছিল ব্লকে ব্লকে। কৃষকরা এই যন্ত্রের মাধ্যমে চাষ করে অধিক মুনাফা অর্জন করতে পারবেন বলে শ্রীকান্তবাবুর দাবি। কোনও প্রকার কর্ষণ বা জমিতে হাল দেওয়া ছাড়াই এই যন্ত্রের মাধ্যমে চাষ করা যাবে। এই যন্ত্র খুবই সহজলভ্য ও অল্প খরচেই তৈরি হয়ে যায়। তিনি ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করেন, যাতে সরকার এগিয়ে এসে ভারতের প্রত্যেকটি চাষির কাছে এই যন্ত্র পৌঁছে দেয়।