সাংবাদিক সম্মেলনে বিজেপি আলিপুরদুয়ার লোকসভা প্রার্থী মনোজ টিগ্গা।
1 min readসাংবাদিক সম্মেলনে বিজেপি আলিপুরদুয়ার লোকসভা প্রার্থী মনোজ টিগ্গা।
আলিপুরদুয়ার(নিউজ এশিয়া):- শাসক দল গণণা দিন কারচুপি করে আলিপুরদুয়ার আশন জেতার চেষ্টা করবে। নির্বাচনের সময় বুথে কেন্দ্রীয় বাহিনি ছিল তাই কোনো বুথে শাসক দল কারচুপি করতে পারে নাই তাই গণণা সময় শাসক দল কারচুপি করবে।
শুক্রবার আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান বিজেপি আলিপুরদুয়ার লোকসভা প্রার্থী মনোজ টিগ্গা।এদিন মনোজ টিগ্গা আরো অভিযোগ করেন। সম্প্রতি দুই নেতা কোলকাতা গিয়েছে এবং সেখান থেকে একটি মোটা অঙ্কের টাকা শিলিগুড়ি এক ব্যবসায়ী কাছে এসেছে এবং সেই টাকা মঙ্গলবার পুলিশ আলিপুরদুয়ার নিয়ে এসেছে এবং সেই টাকা গণণার সময় ব্যবহার হবে কারচুপি করার জন্য। কাউণ্টিং অফিসার দের ক্রয় করার জন্য এই টাকা ব্যবহার করা হবে বলে অভিযোগ করেন মনোজ টিগ্গা।