পাঁচ দফা দাবির ভিত্তিতে সি আই টি ইউএর পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন
1 min readপাঁচ দফা দাবির ভিত্তিতে সি আই টি ইউএর পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৭ মে:পাঁচ দফা দাবির ভিত্তিতে সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের সি আই টি ইউ এর পক্ষ থেকে কালিয়াগঞ্জ শহরের বিদ্যুৎ বন্টন দপ্তরের স্টেশন ম্যানেজারের নিকট একটি ডেপুটেশন দেওয়া হয়। এই পাঁচ দফা দাবিগুলির মধ্যে ছিল বিদ্যুৎ রেগুলেটরি কমিটির অনুমোদন ছাড়াই অবৈধ ভাবে বিদ্যুতের মাশুল নেওয়া হচ্ছে।অবিলম্বে এই অবৈধ কাজ বন্ধ করতে হবে।রাজ্য সরকারের বিজ্ঞপ্তি ছাড়াই ইউনিট পিছু বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা হয়েছে,এই পদক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে।পূর্বের স্লাবের চালু মাসিক বিদ্যুৎ বিল পুনরায় চালু করতে হবে।স্মার্ট মিটার বসানোর কাজ বন্ধ করতে হবে এবং বিদ্যুৎ সংশোধনী বিল বাতিল করতে হবে।
সিটুর কালিয়াগঞ্জ ব্লকের সম্পাদক প্রশান্ত ঘোষ এবং সিপিআইএম নেতা দেবাশীষ পাট্টাদারের নেতৃত্বে স্মারক লিপিটি বিদ্যুৎ বন্টন দপ্তরের কালিয়াগঞ্জ স্টেশনের স্টেশন ম্যানেজার আলী আহমেদের হাতে তুলে দেওয়া হয়। কালিয়াগঞ্জ বিদ্যুৎ বন্টন দপ্তরের আধিকারিক আলী আহমেদ বলেন তিনি তাদের পাঁচ দফা দাবির স্মারক লিপিটি বিদ্যুৎ বন্টন দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন বলে জানান।কালিয়াগঞ্জ ব্লকের সিটুর সম্পাদক প্রশান্ত ঘোষ এক সাক্ষাৎকারে জানান বিদ্যুত দপ্তরের আধিকারিকরা আমাদের ডেপুটেশনকে যদি কোন গুরুত্ব না দেয় তাহলে জুন মাসে তারা কালিয়াগঞ্জ শহরে শুধু নয় সমগ্র উত্তর দিনাজপুর জেলায় বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।সিপিআইএম নেতা দেবাশীষ পাট্টাদার বলেন আজকের এই ডেপুটেশন শুধু কালিয়া গঞ্জ ব্লকেই সীমাবদ্ধ থাকেনি আজ গোটা উত্তর দিনাজপুর জেলার প্রতিটি ব্লকেই বিদ্যুৎ বন্টন দপ্তরের কাজের বিরুদ্ধে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে জানান।