তুফানগঞ্জ কলেজের ইংরেজি বিভাগের উদ্যোগে ‘জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন’ বিষয়ক একটি সেমিনার হলো।
তুফানগঞ্জ কলেজের ইংরেজি বিভাগের উদ্যোগে ‘জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন’ বিষয়ক একটি সেমিনার হলো। সোমবার এই সেমিনারে ছাত্রছাত্রীদের সাংবাদিকতা সম্পর্কে প্রশিক্ষণ দেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেডিও কোচবিহারের স্টেশন ডিরেক্টর প্রাণপ্রতিম পাল ও সাংবাদিক শিবশঙ্কর সূত্রধর।
কিভাবে সাংবাদিকতা করতে হয়, সাংবাদিকতার নিয়মকানুন সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করেন তারা। পাশাপাশি কোচবিহারের সাংবাদিকতার বিষয়ে পড়াশোনা এবং পরবর্তীতে কি কি কাজের সুযোগ রয়েছে তা নিয়েও আলোচনা করা হয়েছে। এদিন প্রায় ২০০ জন ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশ নেয়।