December 21, 2024

কোচবিহার মেডিকেল কলেজের মাতৃমাতে শিশু বদলের অভিযোগ উঠল মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে।

1 min read

কোচবিহার মেডিকেল কলেজের মাতৃমাতে শিশু বদলের অভিযোগ উঠল মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে।

কোচবিহার(news Asia):- কোচবিহার মেডিকেল কলেজের মাতৃমাতে শিশু বদলের অভিযোগ উঠল মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল ছোড়ায়। অভিযোগ গত শনিবার কোচবিহার মেডিকেল কলেজের মাতৃ মাতে কোচবিহার 2 নম্বর ব্লকের নিউ কোচবিহার মদকপাড়া এলাকার পায়েল শীল নামে এক মহিলাকে মেডিকেল কলেজের মাতৃমাতে গর্ভবতী অবস্থায় ভর্তি করা হয়। আজ সকালে পায়েল শীল নামে ওই মহিলা পুত্র সন্তানের জন্ম দেয়। কিন্তু যখন মায়ের কাছে শিশুকে দেওয়া হয় পরিবারের সদস্যরা দেখতে পায় তাদেরকে কন্যা সন্তান দেওয়া হয়েছে। পায়েলশীলের মা অনিমা শীল বলেন, আজ সকালে তার মেয়ে পায়েল শীলের ডেলিভারি হয়।

 

ডেলিভারির পর প্রথমে তাদের পুত্র সন্তান দেখানো হয়। হাসপাতালের রেকর্ডে পুত্র সন্তান রয়েছে। কিন্তু যখন মায়ের কোলে শিশুকে দেওয়া হয় তখন দেখা যায় কন্যা সন্তান দেওয়া হয়েছে। অনিমা শীল বলেন ডেলিভারির পর তিনি নিজেও দেখেছেন তার মেয়ের পুত্র সন্তান হয়েছে। কিন্তু তাদের হাতে কন্য সন্তান দেওয়া হয়। অনিমা শীলের অভিযোগ তার মেয়ের সন্তান বদল হয়েছে। এই বিষয়ে কোচবিহার মেডিকেল কলেজের এম এস ভিপি রাজীব প্রসাদ বলেন, এই বিষয়ে এখনো পর্যন্ত লিখিত কোন অভিযোগ জমা পড়েনি। তবে তিনি খোঁজ নিয়ে দেখেছেন আজ সকালে দুটি ডেলিভারি হয়েছে দুটি ডেলিভারির ক্ষেত্রে দুটি কন্যা সন্তানের জন্ম হয়। এবং গতকাল রাত 11 টায় লাস্ট ডেলিভারি হয়েছে। তাই শিশু বদলের ঘটনা ঘটার সম্ভাবনা নেই। যে নার্সিং স্টাফ সেখানে কর্মরত ছিল সে নতুন হয়তো এন্ট্রি করার ক্ষেত্রে কোন গন্ডগোল হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে যদি লিখিত অভিযোগ জানানো হয় তাহলে গোটা ঘটনাটা তদন্ত করে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *