December 22, 2024

কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার আয়োজিত পাঁচদিনের প্রযোজনা ভিত্তিক শিশু কিশোর নাট্য কর্মশালার উদ্বোধন

1 min read

কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার আয়োজিত পাঁচদিনের প্রযোজনা ভিত্তিক শিশু কিশোর নাট্য কর্মশালার উদ্বোধন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৬ মে:কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের আয়োজনে পশ্চিম বঙ্গ নাট্য আকাদেমির আর্থিক সহযোগিতায় স্থানীয় নজমু নাট্য নিকেতনে ২৫ শে মে থেকে ২৯ শে মে প্রযোজনা ভিত্তিক নাট্য কর্মশালার উদ্বোধন হয়।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই কর্মশালার উদ্বোধন করেন কালিয়াগঞ্জের বিশিষ্ট নাট্যজন চন্দন চক্রবর্তী এবং কিশলয় নার্সারী স্কুলের প্রাণ পুরুষ সমীর সাহা মহাশয়। এই কর্মশালায় স্থানীয় বিভিন্ন স্কুলের বিয়াল্লিশ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

প্রতি বছরের মতো এই কর্মশালায় শিক্ষার্থীরা বেলা ১১ টা থেকে ৪-৩০ মিনিট পর্যন্ত সারাদিন ধরে নাট্য নির্মাণের প্রয়োজনীয় সমস্ত বিষয় নিয়ে যেমন নাচ,গান, অভিনয়, শারীরিক -মানসিক জ্বড়তা কাটানোর নানা খেলা নিয়ে ক্লাস হবে। কর্মশালার তত্বাবধানে রয়েছেন প্রদীপ কুন্ডু, মানিক রায় চৌধুরী, জয়ন্তী পাল সাহা, সুতপা লাহা, সংঘমিত্রা রায় চৌধুরী, কেয়া দাস,পিউ মন্ডল, বিক্রম পাল, রাহুল সাহা সহ আরো অনেকে,কর্মশালার সামগ্রিক তত্বাবধানে রয়েছেন দলের কর্ণধার বিভু ভূষণ সাহা মহাশয়। প্রথম পর্যায়ের এই কর্মশালায় শেষ দিন শিক্ষার্থীদের নির্মিত ছোট ছোট নাটিকা, গান, আবৃত্তি পরিবেশিত হবে। মোট ৪৪জন শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশ গ্রহন করে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *