October 23, 2024

কালিয়াগঞ্জে শ্রীমতী নদীকে দখল করে একশ্রেনীর মাফিয়ারা নদীর জমিতে বিল্ডিং তৈরি করলেও প্রশাসন নীরব দর্শক

1 min read

কালিয়াগঞ্জে শ্রীমতী নদীকে দখল করে একশ্রেনীর মাফিয়ারা নদীর জমিতে বিল্ডিং তৈরি করলেও প্রশাসন নীরব দর্শক

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৩ মে:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর লাইফ লাইন শ্রীমতি নদী। একটা সময় এই শ্রীমতি নদী দিয়ে বয়ে যেত নদীর জল। আর সেই নদীতে জেলেরা যখন মাছ ধরতে যেত তখন বিভিন্ন ধরনের মাছ তারা ধরতে পেত। কিন্তু আজ নদীর নাম রয়েছে শ্রীমতি কিন্তু তার রূপ আর নেই শ্রীমতি রূপে। তার পরিবর্তে এখন একশ্রেণীর মানুষরা উঠে পড়ে লেগে রয়েছে কিভাবে এই নদীর জায়গা দখল করে নিজেদের কায়েমি স্বার্থ চরিতার্থ করতে জায়গা দখল করা যায় এবং সেই জায়গায় কিভাবে অবৈধভাবে নির্মাণ কাজ করে ব্যবসার প্রয়োজনে কাজে লাগানো যায়। হ্যাঁ এমনই এক ছবি ধরা পরল কালিয়াগঞ্জের শহরের পার্শ্ববর্তী এলাকা সীতা মোড়ে।

 

সেখানে গিয়ে দেখা গেল অবৈধভাবে কংক্রিটের বিল্ডিং সারি সারি ভাবে দাঁড়িয়ে রয়েছে একেবারেই নদীর মাঝে। আর এ দেখে স্থানীয় বাসিন্দাদের চক্ষু চড়কগাছ হলেও প্রশাসনের কর্মকর্তাদের কিন্তু এই দেখেও তাদের শীত ঘুম ভাঙ্গে নি। স্থানীয় কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশান্ত রায়কে এ ব্যাপারে জিজ্ঞাসা।করলে তিনি বলেন এমন অভিযোগ তিনি কারো কাছ থেকে পায়নি।অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।স্থানীয় বাসিন্দারা জানান এই এলাকায় দীর্ঘদিন ধরে একটি অসাধুচক্র নদীর জমি দখল করে বাড়ি বানানোর কাজ চালাচ্ছে। অথচ প্রশাসনের কর্মকর্তাদের কোন হেলদোল নেই। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন এখন পয়সা দিলেই সব কাজ হয়ে যায় তাই পয়সা দিয়েই কিছু বাংলাদেশিরা এখানে এসে জায়গা দখল করে একদিকে যেমন এলাকার জায়গার দাম বাড়িয়ে দিচ্ছেন তেমনি নদীর জমি দখল করে বাড়িও বানিয়ে ফেলছে রাতা রাতি কাগজ পত্র বানিয়ে নিয়ে।কালিয়াগঞ্জ নদী বাঁচাও কমিটির যুগ্ম সম্পাদক প্রসুন কুমার দাস বলেন আমরা বারে বারে সেখানে যাই এবং পরিস্থিতির কথা প্রশাসনকে জানানোর পরেও প্রশাসনের তরফ থেকে কোন কর্ণপাত করা হয়নি। যার ফলে একের পর এক বিল্ডিং তৈরি হচ্ছে নদীকে দখল করে।অন্যদিকে কালিয়াগঞ্জের ধনকোল গ্রাম পঞ্চায়েতে প্রধান ধৃতি রায় বর্মন বলেন আমরা ঘটনার উপর নজর রাখছি এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।নির্বাচন বিধি শেষ হলেই আমরা নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামবো বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *