রায়গঞ্জ শহরে জনস্রোতের মধ্য দিয়ে সোমবার কর্ণ জোড়ায় জেলা শাসকের নিকট মনোনয়ন পত্র জমা দিল রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পাল
1 min readরায়গঞ্জ শহরে জনস্রোতের মধ্য দিয়ে সোমবার কর্ণ জোড়ায় জেলা শাসকের নিকট মনোনয়ন পত্র জমা দিল রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পাল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১ এপ্রিল:উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ৫ নম্বর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল সোমবার তার মনোনয়ন পত্র দাখিল করলেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনার কাছে। জেলা শাসকের সাথে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি।কার্তিক পাল তার মনোনয়ন পত্র দাখিল করার সময় তার সাথে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি বাসুদেব সরকার এবং ভারত সেবাশ্রম সংঘের কুনোর শাখার অধ্যক্ষস্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ।সোমবার সকালে কার্তিক পাল তার শেঠ কলোনীর বাড়ি থেকে বেরিয়ে সোজা উত্তরবঙ্গের ঐতিহ্যাবাহি কালিয়াগঞ্জ শহরের মা বয়রা মন্দিরে পূজা দিয়ে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।
রায়গঞ্জের জনপ্রিয় বিজেপি প্রার্থী কার্তিক পালকে নিয়ে রায়গঞ্জ কসবা মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত হাজার হাজার মানুষের ভিড়ে মিছিল ছিল উত্তাল। বিজেপি প্রার্থী কার্তিক পালের মিছিলে যেমন মহিলাদের অংশগ্রহন তেমনি কয়েকশো ঢাকের বাজনায় মিছিলটি ছিল দৃষ্টি নন্দনও বটে।সোমবারের টাটফাটা রৌদ্রের মধ্যে যে ভাবে কসবা মোড় থেকে
রায়গঞ্জ শিলিগুড়ি মোড় পর্যন্ত পায়ে পা মিলিয়ে ভালোবাসার আবেগ ছাড়া এই দৃশ্য বিরল বলা যেতে পারে।বিজেপি প্রার্থীর মনোনয়ন পর্বের মিছিল দেখে সবাই ভাবতেই পারে এ যেন বিজেপি প্রার্থীর জয়ের মিছিল বললেও খুব একটা ভুল হবেনা। মনোনয়ন পত্র জমা দেবার পর কার্তিক পাল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন তিনি তার মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে মানুষের
যে স্বতস্ফূর্ত আবেগ দেখতে পেয়েছেন তাতে কোন সন্দেহ নেই তার জয় একদম সুনিশ্চিত। তিনি বলেন তিনি কথা দিচ্ছেন উত্তর দিনাজপুর জেলা বাসীদের আশীর্বাদ তার সাথে থাকলে তিনি জেলা বাসীদের জন্য কিছু কাজ করে দেখাবে।তাই দুই হাত ভরে চাই আশীর্বাদ।