December 23, 2024

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কর্ণজোড়া অডিটোরিয়ামে শুরু হল তিনদিনের লোকনাট্যের কর্মশালা

1 min read

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কর্ণজোড়া অডিটোরিয়ামে শুরু হল তিনদিনের লোকনাট্যের কর্মশালা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৭ ফেব্রুয়ারি:রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যা য়ের অনুপ্রেরণায় মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে অতন্ত্য উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তিনদিনের লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এবং উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় শুরু হল তিনদিনের লোকনাট্যের কর্মশালা। জানা যায় এই কর্মশালায় বিভিন্ন জেলার ১৮০জন লোকশিল্পী অংশগ্রহণ করেন।

 

 

প্রথম দিনের অনুষ্ঠানে অনুষ্ঠানের সূচনায় ছিলেন রায়গঞ্জের মহকুমাশাসক কিংশুক মাইতি, সুন্দর কিষ্কু,কর্মাধ্যক্ষ শিক্ষা সংস্কৃতি,তথ্য ও ক্রীড়া,স্থায়ী সমিতি,উত্তর দিনাজপুর জেলা পরিষদ,সন্দীপ বিশ্বাস,পৌর প্রশাসক রায়গঞ্জ পৌর সভা,সৌরভ সরকার এবং ড:বৃন্দাবন ঘোষ।উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী বলেন রাজ্যের লোকনাট্যের সাথে থাকা যুক্ত লোকশিল্পীদের উৎকর্ষের মানোন্নয়নে মাঝে মধ্যেই এই ধরনের কর্মশালা হয়ে থাকে।এই কর্মশালাও তারই একটি অঙ্গ বলা যেতে পারে।লোকনাট্যের কর্মশালাটি চলবে আগামী ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *