কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্র গঞ্জ নাট মন্দির তারকব্রহ্ম নাম যজ্ঞানুস্থানের মাধ্যমে যেন বৃন্দাবন ধামে পরিণত
1 min readকালিয়াগঞ্জ শহরের মহেন্দ্র গঞ্জ নাট মন্দির তারকব্রহ্ম নাম যজ্ঞানুস্থানের মাধ্যমে যেন বৃন্দাবন ধামে পরিণত
উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্থানের মানুষদের এখন একটাই গন্তব্যস্থল কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাটমন্দিরে অনুষ্ঠিত তারকব্রহ্ম নামযজ্ঞানুষ্টানের বৃন্দাবন ধাম।গত শনিবার ভোর থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে ভক্তরা চোখের দেখা ও নাম সংকীর্তন শোনার জন্য নাট মন্দিরে এসে অংশ নিচ্ছেন।
কালিয়াগঞ্জ ৬৪ প্রহর নাম যজ্ঞ সমিতির সম্পাদক প্রকাশ কুন্ডু বলেন গত শুক্রবার সকালে মহাপ্রভুর পাদুকা মাথায় নিয়ে হরিনাম সংকীর্তন সহযোগে সমগ্র কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করার পর শনিবার ভোর থেকে ৮দিন ব্যাপী তারক ব্রহ্ম নাম সংকীর্তন শুরু হলে জেলার বিভিন্ন স্থান থেকে তা দেখতে ও শুনতে মানুষের ঢল প্রতিনিয়ত বাড়ছে বলে সম্পাদক প্রকাশ কুন্ডু জানান।তারকব্রহ্ম নাম সংকীর্তনের পাশাপাশি বিশ্বশান্তি মহাযজ্ঞের আয়োজন করা হয়ছে। এখানেই থেমে থাকেনি কালিয়াগঞ্জ ৬৪ প্রহর নাম যজ্ঞ সমিতি।এর পাশাপাশি বিশাল মেলার আয়োজন করা হয়েছে যার ফল স্বরূপ এক ঢিলে দুই পাখি মারতে পারছে ভক্তগনের সাথে তাদের পরিবার পরিজনেরা।কালিয়াগঞ্জ ৬৪ প্রহর নাম যজ্ঞ সমিতির ওয়ার্কিং প্রেসিডেন্ট পরিতোষ নন্দী এক সাক্ষাৎকারে বলেন রাজ্যের বিভিন্ন স্থান থেকে ১১টি বিশিষ্ট কীর্তনের দল এই নাট মন্দিরের নাম যজ্ঞানুষ্ঠানে তারা তাদের কীর্তন পরিবেশন করে শ্রোতাদের মন ভরিয়ে তুলছে।আগামী রবিবার ভোর ৬টায় মহানামের বিরতির পর নগর পরিক্রমা করার পর হাজার হাজার ভক্তদের মধ্যে মহা প্রসাদ বিতরণ করা হবে বলে জানা যায়।