January 11, 2025

দক্ষিণ দিনাজপুর: দীর্ঘদিন ধরে বেহাল যাতায়াতের একমাত্র কালভার্ট।

1 min read

দক্ষিণ দিনাজপুর: দীর্ঘদিন ধরে বেহাল যাতায়াতের একমাত্র কালভার্ট।

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর:  দীর্ঘদিন ধরে বেহাল যাতায়াতের একমাত্র কালভার্ট। বহুবার প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো কাজ।প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। যার জেরে বন্ধ হয়ে যায় যানচলাচল।শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে তপন থানার নয়াবাজার এলাকায়। অবিলম্বে নতুন কালভার্টের দাবিতে অনড় গ্রামবাসীরা।

প্রসঙ্গত গঙ্গারামপুর থেকে তপন যাওয়ার পথে নয়াবাজার ১নং মোড়ে রয়েছে একটি কতভার্ট।দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে কালভার্ট টি। কালভার্ট টি বেহাল থাকার কারণে প্রতিবছর বন্যার সময় কালভার্ট দিয়ে জল ঢুকে প্লাবিত হয় এলাকার কয়েকশো বিঘা চাষের জমি।যার জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল নতুন কালভার্টের। এ নিয়ে প্রশাসনকে বহুবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। এলাকাবাসীদের আরো অভিযোগ দীর্ঘদিন ধরে কালভাটটি বেহাল থাকার ফলে নিত্যদিন ঘটে চলেছে দুর্ঘটনা। এমতো অবস্থায় শুক্রবার গঙ্গারামপুর তপন রাজ্য সড়কের নয়াবাজার এলাকায় পথ অবরোধ করে এলাকাবাসীরা। যার জেরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় এলাকায়। বন্ধ হয়ে যায় রাজ্য সড়কে যান চলাচল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তপন থানার পুলিশ। এলাকাবাসীদের দাবি অবিলম্বে নতুন কালভার্ট তৈরি করতে হবে।এ বিষয়ে পথ অবরোধকারী এলাকাবাসীরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *