January 11, 2025

সোমা চৌধুরীর দেব তার এলাকার দুস্থদের প্রত্যেককে প্রচন্ড হার কাপানো শীতের হাত থেকে রক্ষা করতে উষ্ণতা দিতে কম্বল বিতরন করলেন

1 min read

সোমা চৌধুরীর দেব তার এলাকার দুস্থদের প্রত্যেককে প্রচন্ড হার কাপানো শীতের হাত থেকে রক্ষা করতে উষ্ণতা দিতে কম্বল বিতরন করলেন

পন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৪ জানুয়ারি:রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর শহরের ১নম্বর ওয়ার্ডের হত দরিদ্র মানুষদের প্রচন্ড হার কাপানো শীতের কামড়ের হাত থেকে রক্ষা করতে ওয়ার্ড কমিশনার সোমা চৌধুরী দেব তার এলাকায় ৪০০ শো কম্বল বিতরন করে এলাকার মানুষদের কাছ থেকে আশীর্বাদ কুরোলেন।এক সাক্ষাৎকারে তিনি বলেন আমার ওয়ার্ডের দুঃস্থ মানুষজন শীতে কষ্ট পাবে এটা আমি মন থেকে মেনে নিতে পারিনা।

আমার সাধ্যমত যারা প্রকৃতই দুঃস্থ তারা রাতে একটু আরাম করে ঘুমালে আমি অনেকটাই শান্তি পাবো।আমি সবাইকে শীতের হাত থেকে মুক্ত করতে পারলে খুশি হতাম। কমিশনার সোমা চৌধুরী দেব বলেন তিনি যত বছর হল কমিশনার হয়েছেন তত বছরই দুস্থদের মধ্যে কম্বল করেছি আমি আমার ব্যাক্তিগত উদ্যোগে।পৌর সভা থেকে যদি পাই তাহলে যারা পায়নি তাদের মধ্যে দেবার ব্যাবস্থা করবো বলে জানান।

কমিশনার সোমা চৌধুরী দেবের স্বামী বিজন দেব এক সাক্ষাৎকারে জানান তার স্ত্রী কে যেহেতু বিপুল ভোটে পৌর সভার ভোটে জয়ী করেছে তাই তাদের একটা দায়িত্ব থেকেই যায় শুধু ভোট নেব অথচ তাদের সুবিধা অসুবিধা দেখববো না সেটা হয় না।আমি আমার স্ত্রী সোমাকে বলি কমিশনার হয়েছ তোমার সামর্থ অনুযায়ী কাজ করতেই হবে।মানুষের ভোটে জয়ী হয়ে ঘরে বসে থাকবো ঐ কমিশনারের কোন আমার কাছে দাম নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *