বিশাখাপত্তনমে সারা ভারত আন্ত স্কুল ও সিনিয়র কারাটে চ্যাম্পিয়নশিপ ফেডারেশন কাপে ১৩ সোনা উত্তর দিনাজপুরের ঝুলিতে
1 min readবিশাখাপত্তনমে সারা ভারত আন্ত স্কুল ও সিনিয়র কারাটে চ্যাম্পিয়নশিপ ফেডারেশন কাপে ১৩ সোনা উত্তর দিনাজপুরের ঝুলিতে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৭ডিসেম্বর:অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত সারা ভারত আন্ত স্কুল ও সিনিয়র কারাটে চ্যাম্পিয়নশিপ ফেডারেশন কাপে উত্তর দিনাজপুর স্পোর্টস কারাটে অ্যাসোসিয়েশনের ছাত্র ছাত্রীদের চোখ ধাঁধানো সাফল্যে খুশির বন্যা। এক সাক্ষাৎকারে উত্তর দিনাজপুর স্পোর্টস কারাটে অ্যাসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক শিবু কর্মকার বলেন গত ২৩_২৪ ডিসেম্বর বিশাখা পত্তনমের স্বর্ণ ভারতী স্টেডিয়ামে কাতা ও কুমি বিভাগ মিলিয়ে মোট ১৩ টি।
সোনা পেয়েছে তাদের স্পোর্টস কারাটে অ্যাসোসিয়েশনের ছাত্র ছাত্রীরা।সংস্থার প্রধান প্রশিক্ষক শিবু কর্মকার বলেন এখানেই শেষ নয়।তিনি বলেন তাদের সংস্থার ছাত্র ছাত্রীরা ৬ টি রূপা এবং ১৭ টি ব্রোঞ্জ পদক তারা সংগ্রহ করে।শিবু কর্মকার জানান কাতা বিভাগে সোনার পদক পেয়েছে ঐশানি সেনগুপ্ত (অনুর্ধ ৬) রুচিকা দাস (অনুর্ধ ৭)সুনিতা চন্দ (অনুর্ধ ১৩) অনুস্কা সরকার(অনুর্ধ ১৪) সৃষা সোনার(, অনুর্ধ ১১) সৌবর্ণ বকসি(অনুর্ধ ১০) মামন রায় মাস্টার কাতা(অ নুর্ধ ১৮),বিভাগে সোনা পেয়েছে বলে জানান।টিম কাতায়(অনুর্ধ ৯)সোনার পদক পেয়েছে দেব রজক,সৌমিক চাকি এবং সৌবর্ন বকশি। কূমি বিভাগে সোনা পেয়েছে তৃষা রায় (৩০ j কেজি) সৃশা(৩৫ কেজি) এবং সৃণীতা চন্দ (২৬ কেজি)।উত্তর দিনাজপুর স্পোর্টস কারাটে অ্যাসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক শিবু কর্মকার বলেন আমাদের সংস্থার ছাত্র ছাত্রীদের সাফল্যে আমরা যেমন গর্বিত তেমনি উত্তর দিনাজপুর জেলার ক্রীড়া প্রেমী মানুষেরা আমাদের ছাত্র ছাত্রীদের সাফল্যে অভিনন্দন জানিয়েছে।তিনি জানান মোট ১৪ টি রাজ্যের ১৬০০ শো ছাত্র ছাত্রী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।পশ্চিমবঙ্গ থেকে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট অর্গানাইজার হানশি প্রেমজিত সেন কারাটে অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ।
What’s up all, here every person is sharing these kinds of experience, therefore it’s nice
to read this webpage, and I used to pay a quick visit this blog everyday.
Amazing! This blog looks just like my old one! It’s on a completely different topic but it has pretty much the same
page layout and design. Wonderful choice of colors!