January 11, 2025

উত্তরবঙ্গ ভিত্তিক ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাবের দিপালী উৎসবের সুবর্ন জয়ন্তী বর্ষের প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদানে বিধান সভার পি এ সি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী

1 min read

উত্তরবঙ্গ ভিত্তিক ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাবের দিপালী উৎসবের সুবর্ন জয়ন্তী বর্ষের প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদানে বিধান সভার পি এ সি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২২ ডিসেম্বর:উত্তরবঙ্গ ভিত্তিক ঐতিহ্যবাহী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাবের দিপালী উৎসব সুবর্ণ জয়ন্তী উৎসবের বর্ষে পা রাখলো। গত ১২ই ডিসেম্বর এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য প্রতিবাদ ক্লাবের দিপালী উৎসবের সুবর্ণ জয়ন্তী উৎসবের শুভ সূচনা হয়।বিগত ১০ দিন টানা সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে শুক্রবার সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় সফল্ প্রতিযোগীদের মধ্যে পুরস্কার প্রদান ও বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী সঙ্গীতজ্ঞ ও এই এলাকার বিশিষ্ট ক্রীড়াবিদদের সম্বর্ধনা দেওয়া হয়।শুক্রবারের প্রতিবাদ ক্লাবের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন রায়গঞ্জের সবার প্রিয় বিধায়ক তথা বিধান সভার পাব্লিক একাউন্টস কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী,কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা,কালিয়াগঞ্জ পৌর সভার উপ_পৌর পিতা ঈশ্বর রজক,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার(বাপ্পা)

 

,উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য নিতাই বৈশ্য, কালিয়াগঞ্জ ব্যাবসায়ী সমিতির সভাপতি প্রকাশ কুন্ডু,ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক শান্তনু দেবগুপ্ত,উৎসব কমিটির সভাপতি বব ভট্টাচার্য,প্রতিবাদ ক্লাব সভাপতি তুলসী জয়সোয়াল সহ ক্লাবের সদস্যগন।রায়গঞ্জের বিধায়ক তথা পি এ সি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী তার বক্তব্যে বলেন কালিয়াগঞ্জ শহরের প্রতিবাদ ক্লাব একটি ঐতিহ্যবাহী ক্লাব।যে ক্লাবের সাথে জড়িয়ে আছে এমন একটি নাম যার পরিচিতি শুধু ভারত বর্ষের মধ্যেই সীমাবদ্ধ নেই পৃথিবীর সব প্রান্তের মানুষ যাকে চেনেন যিনি কালিয়াগঞ্জের ভূমি পুত্র তথা প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয় রঞ্জন দাস মুন্সী।বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন আমি ভীষন গর্বিত আমাকে তার হাতের তৈরি প্রতিবাদ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।তিনি সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগীতার অংশ গ্রহণ কারিদের উদ্দেশ্যে বলেন তোমরা প্রতিযোগিতায় সব।সময় অংশগ্রহণ করবে।

 

তাতে প্রথমেই সাফল্য নাও আসতে পারে।কিন্তু দ্বিতীয়বারে তোমার অধ্যবসায় যদি ঠিক থাকে তুমি ঠিক জায়গায় পৌঁছে যাবেই। কৃষ কল্যাণীর ভীষন তারা থাকায় তিনি কালিয়াগঞ্জ ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রী দের হাতে পুরস্কার তুলে দেন।শুধু তাই নয় প্রতিবাদ ক্লাবের উন্নয়নে তিনি পঞ্চাশ হাজার টাকা দান করে বলেন আমাকে এই ক্লাবের যেকোন প্রয়োজনে ডাকলে আমি অবশ্য অবশ্যই সাড়া দেব বলে প্রতিশ্রুতি দিয়ে যান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা,উপ পৌর পিতা ঈশ্বর রজক,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,জেলা পরিষদ সদস্য নিতাই বৈশ্য,উৎসব কমিটির সভাপতি বব ভট্টাচার্য,প্রতিবাদ ক্লাবের সভাপতি তুলসী জয়সোয়াল।

জানা যায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের পুরস্কার বিতরনের সাথে সাথে কালিয়াগঞ্জ শহরের বেশ কয়েকজন বিশিষ্ট সঙ্গীত শিক্ষক ও বর্ষীয়ান ক্রীড়াবিদদের প্রতিবাদ ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয় বলে জানা যায়।সম্বর্ধনা দেওয়া হয় ৯২ বছরের বিশিষ্ট কবি যিনি এই বয়সেও প্রতিনিয়ত কবিতা লিখে মানুষদের হতবাক করে দেন তিনি কালিয়াগঞ্জ শহরের গর্ব গৌর গোপাল সাহাকে।

6 thoughts on “উত্তরবঙ্গ ভিত্তিক ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাবের দিপালী উৎসবের সুবর্ন জয়ন্তী বর্ষের প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদানে বিধান সভার পি এ সি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী

  1. You actually make it seem so easy with your presentation but I find this topic to be really something which I think I would never understand.

    It seems too complicated and very broad for me.
    I am looking forward for your next post, I will try to get the hang of it!

  2. I have been exploring for a bit for any high-quality
    articles or blog posts on this sort of house . Exploring
    in Yahoo I at last stumbled upon this web site. Studying this information So i’m satisfied to exhibit that I’ve a
    very excellent uncanny feeling I discovered just what I needed.
    I so much undoubtedly will make certain to do
    not overlook this web site and give it a glance on a relentless basis.

  3. I have fun with, cause I found exactly what I was taking a look for.

    You have ended my four day lengthy hunt! God Bless you man.
    Have a great day. Bye

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *